তিলোত্তমায় তুষারপাত? সম্ভাবনা আছে আগামী কয়েক বছরেই

তিলোত্তমায় তুষারপাত? সম্ভাবনা আছে আগামী কয়েক বছরেই

d9666cfea195d4a1cd728ad0774d928e

কলকাতা: দার্জিলিংয়ে বরফ দেখে এমনিতেই আনন্দে আত্মহারা বাঙালি। কিন্তু তুষারপাত যদি শহর কলকাতায় হয়, তবে কেমন হয়? মনে হবে এ আবার সম্ভব নাকি? শুধু গল্পকথা বা সিনেমার পর্দায় কলকাতায় বরফ দেখানো যেতে পারে। তা বলে বাস্তবে? অধিকাংশই বলবে কোনওদিন সম্ভব নয়। কিন্তু এমনটা সম্ভব। ১৩০ কোটি বছর আগে সম্ভব ছিল, আর আজ থেকে বছর ২০ পরেও সম্ভব! এমনটাই জানাচ্ছেন ভূতত্ত্ববিদরা।

বলা হচ্ছে, চরম উষ্ণায়নের মধ্যে দিয়েই হিমায়নের সূচনা হয়। ১৩০ কোটি বছর আগে ঠিক এমনটাই ঘটেছিল এবং ২০ বছর পর এইভাবেই কলকাতায় পড়তে পারে বরফ। জলবায়ু পরিবর্তনের যে পদ্ধতি এতদিন ধরে চলছিল তা শেষ হতে চলেছে। আর অতীতে যেভাবে হিমায়নের সূচনা হয়েছিল, ভবিষ্যতেও সেই একই ভাবে এর সূচনা হবে। তার প্রেক্ষিতেই তুষারপাতের সম্ভাবনা রয়েছে শহর তিলোত্তমায়। ভূতত্ত্ববিদ সুজীব কর এমন দাবি করেছেন। এই ব্যাপারে আরও জানান হচ্ছে, হিমায়নের সূচনার মধ্যে দিয়ে বাস্তুতন্ত্রের পরিবর্তন ঘটে, তা ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু বাংলার পাশে বঙ্গোপসাগর হওয়ায় কিছুটা চাপ কমবে। কারণ সাগর তাপমাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, ১৩০ বছর আগে প্রায় গোটা ভারত বরফে ঢেকে গিয়েছিল। দক্ষিণের কিছু রাজ্য বাদে প্রায় সব রাজ্যে তুষারপাত স্বাভাবিক ঘটনা ছিল। কলকাতা তথা বাংলাতেও বরফ পড়ত নিয়ম করে। সেই অতীত এবার ফিরে আসার পালা। এই বছর উত্তর ভারতের একাধিক জায়গায় ভালই বরফ পড়েছে। এদিকে বাংলার দার্জিলিংও ভাল তুষারপাত দেখছে। সব মিলিয়ে এখন অপেক্ষা গোটা রাজ্যে কবে বরফের চাদর দেখা যাবে। তবে এর জন্য তাকিয়ে থাকতে হবে ২০৪১ সালের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *