দার্জিলিংয়ে বরফ, জমজমাট পাহাড়ের পর্যটন

দার্জিলিং: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। পাঁচদিন ধরে পাহাড়ের আবহাওয়া প্রচণ্ড খারাপ চলছিল। শুক্রবার পাহাড়ের ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ের ঘুম, জোড়বাংলো, সুখিয়াপোখরিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। মানেভঞ্জন, মেঘমা, চিত্রে, ফালুট এলাকাতে শিলাবৃষ্টি হয়। এবার তুষারপাতের আশায় পর্যটকেরা। এই মুহূর্তে পাহাড়ে কিছু পর্যটক রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আবহাওয়ার যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে এবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সকাল

দার্জিলিংয়ে বরফ, জমজমাট পাহাড়ের পর্যটন

দার্জিলিং: কনকনে ঠান্ডায় কাঁপছে পাহাড়। পাঁচদিন ধরে পাহাড়ের আবহাওয়া প্রচণ্ড খারাপ চলছিল। শুক্রবার পাহাড়ের ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ের ঘুম, জোড়বাংলো, সুখিয়াপোখরিতে ব্যাপক বৃষ্টি হয়েছে। মানেভঞ্জন, মেঘমা, চিত্রে, ফালুট এলাকাতে শিলাবৃষ্টি হয়। এবার তুষারপাতের আশায় পর্যটকেরা। এই মুহূর্তে পাহাড়ে কিছু পর্যটক রয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আবহাওয়ার যেভাবে পরিবর্তন হচ্ছে তাতে এবার তুষারপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিন সকাল ১১টা থেকে পাহাড়ে বৃষ্টি শুরু হয়। ডিসেম্বরের শুরু থেকেই পাহাড় শীত পড়তে শুরু করেছে। এদিন বৃষ্টির জেরে জাঁকিয়ে শীত পড়ে পাহাড়ে। বিকেল ৫টা পর্যন্ত বৃষ্টি চলেছে। পাহাড়ের সকালে তাপমাত্রা এক লমহায় নেমে ছিল ২ ডিগ্রি সেলসিয়াসে। দুপুরের দিকে তাপমাত্রা ছিল ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। জিটিএ’র টাইগার হিল ট্যুরিজম ইনফরমেশনের ইনচার্জ প্রদীপ তামাং বলেন, এবার যেভাবে তাপমাত্রা কমছে তাতে তুষারপাত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এই সময় টাইগার হিল রোজ ২০০ থেকে ২৫০ জন পর্যটক সূর্যোদয় দেখতে আসছেন। কিন্তু আবহাওয়া খারাপের কারণে তাঁরা দেখতে পারছেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 19 =