পটদশপুর: পটাশপুরে কেলেঘাই নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছিল গ্রামের পর গ্রাম। এখনও বহু এলাকা জলমগ্ন থাকলেও কিছু এলাকা থেকে জল নামতে শুরু করেছে৷ একই সঙ্গে পটাশপুরের বিভিন্ন এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। সাপের কামড়ে মর্মান্তিক মৃত্যু হল এক ষষ্ঠ শ্রেণীর ছাত্রীর। মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর পটাশপুর ১ ব্লকের ছাড়াদিঘী এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রীর রিতু পাহাড়ি (১১)। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় খাওয়া দাওয়া করে বাড়িতে ঘুমাতে চলে যান ষষ্ঠ শ্রেণির ওই স্কুল ছাত্রী। সোমবার ভোর ৪ টা নাগাদ যন্ত্রণায় ছটফট করতে থাকে সে৷। এরপর পরিবারের লোকেরা উদ্ধার করে পটাশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। সেখান থেকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার সকাল ১০ টা নাগাদ ছাত্রীর মৃত্যু হয়। এগরা থানার পুলিশ মৃতদেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। সাপের কামড়ে ছাত্রীর মৃত্যু ঘটনায় আতঙ্কিত এলাকায় বাসিন্দারা। মৃত ছাত্রীর বাবা বলেন, ” খাওয়া-দাওয়া করে রাড়িতে ঘুমিয়ে ছিল। রাতে অসহ্য যন্ত্রণা অনুভব করে এবং শ্বাসকষ্ট শুরু হয়। বুঝতে পেরে তড়িঘড়ি করে পটাশপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করি। এগরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়৷”