কলকাতা: ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। মনোনয়ন পর্ব থেকেই অশান্তি শুরু হয়েছে রাজ্যের একাধিক জায়গায়। ভোটের আর ৪ দিন বাকি আছে তাও অশান্তির ঘটনার কোনও খামতি নেই রাজ্যে। বিরোধীরা ইতিমধ্যেই ভোটের দফা বাড়ানোর দাবি থেকে শুরু করে সব বুথে কেন্দ্রীয় বাহিনী সহ রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি পর্যন্ত তুলেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বড় মন্তব্য করলেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। তাঁর সাফ বক্তব্য, ছোট ঘটনাকে বড় করে দেখানো হচ্ছে সর্বত্র।
মঙ্গলবার তিন রাজ্যের পুলিশ-প্রধান বৈঠকে বসেছিলেন। তার পরই সাংবাদিক বৈঠক করেন রাজ্য পুলিশের ডিজি। সেখান থেকেই তিনি বলেন, রাজ্যের সব জায়গায় অশান্তির ঘটনা ঘটছে না। বরং ছোট ছোট ঘটনাকেও সংবাদমাধ্যম এমন ভাবে দেখাচ্ছে, যা উচিত নয়। ছোট ঘটনাগুলিকে বড় করে দেখানো হচ্ছে। অর্থাৎ এখানে তিনি স্পষ্টত সব দায় ফেলেছেন সংবাদমাধ্যমের ওপরই। প্রসঙ্গত, কয়েক দিন আগেই খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, পঞ্চায়েত ভোটে এত শান্তিপূর্ণ মনোনয়ন আগে রাজ্য দেখেনি। এবার কার্যত সেই সুরই শোনা গেল রাজ্য পুলিশের ডিজি’র গলাতেও।
এদিন ঝাড়খণ্ডের ডিজি অজয় কে সিংহ, বিহার পুলিশের ডিজি আরএস ভাট্টির সঙ্গে বৈঠক করেছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য। সাংবাদিক বৈঠকের সময়ে স্বাভাবিকভাবেই রাজ্যের হিংসার ঘটনার প্রসঙ্গে প্রশ্ন করা হয়। তখনই এমন দাবি করেন মনোজ। তিনি আরও বলেন, ভোট না থাকলেও অনেক রাজ্যে এমন ঘটনা ঘটে যা বলা হচ্ছে। তাই হিংসার পরিসংখ্যান বেড়েছে নাকি কমেছে, তা তিনি নির্বাচনের পরেই জানাবেন।