কলকাতা: কলকাতার বস্তিতে ফের করোনা সংক্রমণ? সূত্রের খবর, বাগবাজার উইমেন কলেজের সামনের বাস্তিতে এরসঙ্গে ১৬ জনের শরীরে করোনার জীবানু পাওয়া গিয়েছে৷ সকলকে চিকিত্সার রাজারহাটের কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানো হয়েছে৷ ওই ১৬ জনের পরিবার ও তাঁদের সংস্পর্শে যাঁরা এসেছিলেন তাঁদের নিয়ে যাওয়া হয়েছে ডুমুরজলা কোয়ারেন্টাইন সেন্টারে বলে জানা গিয়েছে৷
জানা গিয়েছে, ওই বস্তিতে প্রায় এক হাজার লোকের বাস। সকলকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গিয়েছে, এখনও ৪৫ জনের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ পাওয়া গিয়েছে। ১৬ জনের ১২ দিন আগে নমুনা সংগ্রহ করা হয়েছিল। রিপোর্ট আসে পরে৷ অন্যদিকে স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে, বস্তিটিকে কনটেইমেন্ট জোনে পরিণত করা হয়েছে৷ এলাকাটিকে স্যানেটাইজড করার কাজ শুরু হয়েছে। বাংলায় ক্রমেই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। বাংলার সব থেকে খারাপ অবস্থা কলকাতাতে। কলকাতাতে চার হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। শুধু কলকাতাতে ৩০০ জনের বেশি মানুষ মারা গিয়েছেন। অন্য দিকে, রাজ্যে ১২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ছয় হাজারের বেশি মানুষ৷