নন্দীগ্রাম: শনিবার পঞ্চায়েত ভোটের আগে আজ শেষ প্রচার পর্ব। আর প্রচারের শেষ দিনেই ব্যাপকভাবে উত্তপ্ত হল নন্দীগ্রাম। স্লোগান-পাল্টা স্লোগানে উত্তাপ ছড়াল সেখানে। আসলে এদিন নন্দীগ্রামের রাস্তায় সম্মুুখসমরে হয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং কুণাল ঘোষ। দুই পক্ষেই একে অপরকে উদ্দেশ্য করে স্লোগান দেয়। জানা গিয়েছে, আজ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর গাড়ি লক্ষ্য করে তৃণমূল নেতা কুণাল ঘোষ এবং বাকিরা ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’ বলে স্লোগান দেয়। গাড়ি থেকে মুখ বের করে পাল্টা হুঁশিয়ারি দেন রাজ্যের বিরোধী দলনেতাও।
এদিন পঞ্চায়েত নির্বাচনের প্রচারের শেষ দিন ছিল। শেষবেলার প্রচারে এদিন নন্দীগ্রামে সভা করেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে নন্দীগ্রাম বাসস্ট্যান্ডে সভা ছিল তৃণমূলের। সভা শেষ হয়ে যাওয়ার পর বিরোধী দলনেতার কনভয় যখন নন্দীগ্রামে বাসস্ট্যান্ডের পাশ দিয়ে যাচ্ছিল, সেই সময়ই তাঁকে উদ্দেশ্য করে ‘চোর চোর চোরটা, শিশিরবাবুর ছেলেটা’, ‘গদ্দার’, এই ধরনের স্লোগান দেওয়া হয়। সঙ্গেই সঙ্গেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। শুভেন্দু অধিকারীকেও গাড়ির জানালা থেকে মুখ বের করে কিছু বলে দেখা যায়। স্পষ্টতই পঞ্চায়েতের প্রচার পর্ব যে উত্তেজনার মধ্যে দিয়েই শেষ হল তা বলতেই হচ্ছে।
এদিকে এই ঘটনা নিয়ে দুই পক্ষই তাদের মতো করে প্রতিক্রিয়া দিয়েছে সংবাদমাধ্যমে। তৃণমূলের তরফে বলা হয়েছে, চোরকে চোর বলা হয়েছে, কোনও অন্যায় করা হয়নি। শুভেন্দু অধিকারী বরঞ্চ গাড়ি থেকে মুখ বের করে অশ্রাব্য গালিগালাজ করেছেন। এই অভিযোগের পাল্টা দিয়ে বিজেপির বক্তব্য, ভোট এলেই এলাকায় তৃণমূল শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই সব জিনিস ঘটায়। এতে বিজেপির ভোট ব্যাঙ্ক আরও বাড়ে।