ক্লাসের মধ্যে নিদ্রামগ্ন ‘মাতাল’ শিক্ষক! গণধোলাই থেকে বাঁচতে ক্ষমা

ক্লাসের মধ্যে নিদ্রামগ্ন ‘মাতাল’ শিক্ষক! গণধোলাই থেকে বাঁচতে ক্ষমা

কলকাতা: পেশায় তিনি সমাজ গড়ার কারিগর৷ কিন্তু, সেই সমাজ গড়ার কারিগর পথে পড়ে থাকা মপদ্যদেরও কার্যত হার মালালেন৷ মদ্যপ অবস্থায় স্কুলে গিয়ে চেয়ার-টেবিলে নিদ্রা যাওয়ার অভিযোগ শিক্ষককের বিরুদ্ধে৷

ঘটনাস্থল পটাশপুর৷ খিদিরপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সূর্কান্ত মণ্ডল৷ অভিযোগ, নেশগ্রস্থ অবস্থায় শ্রেণিকক্ষে গিয়ে টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন ওই স্কুল শিক্ষক৷  ঘটনার কথা জানাজানি হতেই অভিভাবকদের মধ্যে উত্তেজনা ছড়ায়৷ পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নিজের সম্বিত ফিরে পেয়ে ওই শিক্ষক করজোরে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের অভিভাবক ও তাঁর সহকর্মী শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন৷ তাঁকে ফাঁসানো হয়েছে বলেও দাবি ওই শিক্ষকের৷

তবে, এই ঘটনা নতুন নয়৷ ওই শিক্ষক প্রায় মদ্যপ অবস্থায় বিদ্যালয়ে আসতেন বলে অভিযোগ৷ একাধিকবার বিদ্যালয় থেকে ওই শিক্ষককে সতর্ক করা হলেও তিনি নিজের স্বভাব অপরিবর্তিত রেখেন৷ এদিনও শিক্ষকের গতিবিধি দেখে সন্দেহ হওয়ায় পড়ুয়ারা অভিভাবকদের কাছে তা জানায়৷ অভিভাবকেরা রুষ্ট হন৷  এদিকে বিদ্যালয় শিক্ষকের হাত জোর করে অভিভাবকদের কাছে ক্ষমা প্রার্থনার দৃশ্যটি অগোচরে কেউ লেন্সবন্দি করেন৷ যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ জানা গিয়েছে, অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + ten =