কলকাতা: আগামী ২২ এপ্রিল ষষ্ঠ দফায় চার জেলার ৪৩টি আসনে নির্বাচন৷ ষষ্ঠ দফার নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ রাখতে নির্বাচন কমিশন মোট ১০ হাজার ৮৯৭টি বুথের পাহারায় ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ এর মধ্যে আসানসোল-দুর্গাপুরে ১৪, বনগাঁয় ৬৯, বারাসতে ৫৯, বারাকপুরে ১০৭, বসিরহাটে ৪০, বিধাননগরে ৩, দক্ষিণ দিনাজপুরে ৩, উত্তর দিনাজপুরে ৮২, কৃষ্ণনগরে ১৬৩, পূর্ব বর্ধমানের ১৪৩, রায়গঞ্জে ৯৬ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে বলে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গিয়েছে৷
অন্যদিকে, রাজ্য বিধানসভার আগামী ২৬ এপ্রিল সপ্তম দফার নির্বাচনে ৩৬টি আসনে ২৮৪ জন প্রাথীর মধ্যে ৭৩জনের বিরুদ্ধে ফৌজদারী মামলা রয়েছ৷ তার মধ্যে ৬০ জনের ক্ষেত্রে গুরুতর ফৌজদারী মামলা আছে বলে ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ ও এসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মসের পক্ষ থেকে আজ কলকাতায় সাংবাদিক বৈঠকে জানানো হয়েছে৷ এই দফার নির্বাচনে ৬৫জন কোটিপতি প্রার্থী রয়েছেন৷ শিক্ষাগত যোগ্যতার নিরিখে পঞ্চাশ শতাংশ পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণির মধ্যে এবং স্নাতক বা তার বেশি ৪৭ শতাংশ প্রার্থী রয়েছেন৷ অন্যদিকে ৪৯ শতাংশ প্রার্থীর বয়স ৪১ থেকে ৬০ এর মধ্যে। সপ্তম দফায় ৩৭ জন মহিলা প্রতিদ্বন্ধিতা আছেন৷