ষষ্ঠ দফার ৪৩ আসনে ভোটগ্রহণ আজ, ভাগ্য পরীক্ষা একাধিক ‘সেলিব্রিটির’

ষষ্ঠ দফার ৪৩ আসনে ভোটগ্রহণ আজ, ভাগ্য পরীক্ষা একাধিক ‘সেলিব্রিটির’

কলকাতা: করোনাভাইরাস পরিস্থিতির মধ্যেই আজ সকাল থেকে শুরু হয়েছে ষষ্ঠ দফার ভোট গ্রহণ পর্ব। বিগত পাঁচ দফায় রাজ্যজুড়ে একাধিক অশান্তির ছবি ধরা পড়েছিল। সেই প্রেক্ষিতে আজ নিরাপত্তা আরো আঁটোসাঁটো করা হয়েছে। আজ উত্তর দিনাজপুর সহ দক্ষিণ বঙ্গের জেলা, উত্তর ২৪ পরগনা, নদীয়া এবং পূর্ব বর্ধমানের যথাক্রমে ১৭ টি, ৯ টি এবং ৮ টি আসনে ভোটগ্রহণ চলছে। আজ এই দফার ভোট গ্রহণ করবে ভাগ্য পরীক্ষা হচ্ছে একাধিক পরিচিত এবং জনপ্রিয় প্রার্থীদের। যাদের মধ্যে রয়েছেন বিজেপিতে একটি মুকুল রায় থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা। এর পাশাপাশি রয়েছেন দমদম উত্তর কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী চন্দ্রিমা ভট্টাচার্য থেকে শুরু করে বারাকপুরের রাজ চক্রবর্তী। নজর রয়েছে মুকুল রায় পুত্র শুভ্রাংশুর দিকেও। আজ পিতা এবং পুত্রের একদিনে ভোটের লড়াই। 

এই ষষ্ঠ দফায় কোন কোন বিধানসভা এলাকায় ভোট… ২৮ চোপরা, ২৯ ইসলামপুর, ৩০ গোয়ালপোখার, ৩১ চাকুলিয়া, ৩২ করণদীঘী, ৩৩ হেমতাবাদ (এসসি), ৩৪ কালিয়াগঞ্জ (এসসি), ৩৫ রায়গঞ্জ, ৩৬ ইটহার, ৭৭ করিমপুর, ৭৮ তেহট্ট, ৭৯ পলাশিপাড়া, ৮০ কালিগঞ্জ, ৮১ নাকাশিপাড়া, ৮২ চাপড়া, ৮৩ কৃষ্ণনগর উত্তর, ৮৪ নবদ্বীপ, ৮৫ কৃষ্ণনগর দক্ষিণ, ৯৪ বাগদা (এসসি), ৯৫ বনগাঁ উত্তর (এসসি), ৯৬ বনগাঁও দক্ষিণ (এসসি), ৯৭ গাইঘাটা (এসসি), ৯৮ স্বরূপনগর (এসসি), ৯৯ বাদুরিয়া, ১০০ হাবড়া, ১০১ অশোকনগর, ১০২ আমডাঙ্গা, ১০৩ বীজপুর, ১০৪ নৈহাটি, ১০৫ ভাটপাড়া, ১০৬ জগদ্দল, ১০৭ নোয়াপাড়া, ১০৮ বারাকপুর, ১০৯ খরদহ, ১১০ দমদম উত্তর, ২৬৭ ভাতার, ২৬৮ পূর্বস্থলী দক্ষিণ, ২৬৯ পূর্বস্থলী উত্তর, ২৭০ কাটোয়া, ২৭১ কেতুগ্রাম, ২৭২ মঙ্গলকোট, ২৭৩ আউশগ্রাম (এসসি), ২৭৪ গলসি (এসসি)৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *