ষষ্ঠ বেতন কমিশন: বর্ধিত বেতনে প্রভাব ফেলবে মহার্ঘ ভাতা মামলা?

নতুন বছরের শুরু থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পেতে চলেছেন৷ সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও৷ কিন্তু, নতুন হারে বেতন মিললেও আদৌ পাওয়া যাবে বকেয়া মহার্ঘ ভাতা?

কলকাতা: নতুন বছরের শুরু থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের সুবিধা পেতে চলেছেন৷ সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত পেনশনভোগীরাও৷ কিন্তু, নতুন হারে বেতন মিললেও আদৌ পাওয়া যাবে বকেয়া মহার্ঘ ভাতা?

সরকারি কর্মচারীদের উদ্বোগ বাড়িয়ে আগামী ৯ জানুয়ারি মহার্ঘ ভাতা মামলার শুনানি রয়েছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে৷ মহার্ঘ ভাতা মামলার প্রভাব বর্ধিত বেতনে পড়বে? তা নিয়ে এখন শুরু হয়েছে কর্মচারী মহলে জল্পনা৷

রাজ্য সরকারি কর্মচারী সংঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দায়ের করা মহার্ঘ মামলার রায় ঘোষণা হওয়ার পরও রায় কার্যকর করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে নয়া ধোঁয়াশা৷ স্যাটের দেওয়ার মহার্ঘ ভাতা মামলার রায় পুনর্বিবেচনা করার রাজ্যের আর্জি ইতিমধ্যেই গ্রহণ করেছেন আদালত৷ একই সঙ্গে স্যাটের রায় কার্যকর না হওয়ার অভিযোগ তুলে আদালত অবমাননা মামলাও চলছে৷ ফলে, জোড়া মামলার গেরোয় আপাতত বিশ বাঁও জলে মহার্ঘ ভাতার ভবিষ্যত৷ একদিকে, মামলা অন্যদিকে রাজ্যের রোপা বিধিতে বকেয়া না দেওয়ার অবস্থান ঘিরে কর্মীমহলে জারি অসন্তোষ৷

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বেঞ্চের নির্দেশে মহার্ঘ ভাতা মামলা চলছে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাটে৷ গত ২৬ জুলাই মামলার রায় ঘোষণা করে স্যাট৷ রায়ে আদালতের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় হারে রাজ্যকে দিতে হবে বকেয়া মহার্ঘ ভাতা৷ ষষ্ঠ বেতন কমিশন কার্যকর হওয়ার আগে কর্মচারীদের বকেয়া মেটাতে হবে৷ মহার্ঘ ভাতা সংক্রান্ত রাজ্যকে নীতি নির্ধারণ করতে হবে বলেও রায় দেয় স্যাট৷

আদালত রায় ঘোষণা কলেও মহার্ঘ ভাতা সংক্রান্ত কোনও সিদ্ধান্ত এখনও ঘোষণা করেনি রাজ্য৷ উল্টে রায় পুনর্বিবেচনা আর্জি জানিয়েছে রাজ্য৷ ফলে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ ২০১৬ সালের জানুয়ারি থেকে চালু করা হল বলে জানিয়ে দেওয়া হলেও মহার্ঘ ভাতা নিয়ে রাজ্যের অবস্থান ঘিরে অসন্তোষ বাড়ছে কর্মচারী মহলে৷ একই সঙ্গে রোপা ২০১৯ বিধি অনুযায়ী ২০১৬ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত কোনও বকেয়া টাকা দেওয়া হবে না বলে রাজ্যের অবস্থানে ক্ষুব্ধ কর্মচারী একাংশ৷ ফলে, নতুন বেতন চালু হওয়ার আগে মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার দিকে তাকিয়ে রাজ্যের কয়েক লক্ষ কর্মচারী৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *