Aajbikel

যাদবপুর-কাণ্ডে আরও ছয় ছাত্রকে তলব করা হল থানায়, তদন্তে মিলল চাঞ্চল্যকর তথ্য

 | 
যাদবপুর

কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনায় এখনও পর্যন্ত তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ছাত্রের পরিবারের অভিযোগ, তাঁদের ছেলে ব়্যাগিং-এর শিকার৷ তদন্তে নেমে বেশ কিছু তথ্য হাতে এসেছে তাদের৷ এরই মধ্যে যাদবপুরকাণ্ডে আরও ৬জন ছাত্রকে ডেকে পাঠানো হল থানায়৷ তেমনটাই পুলিশ সূত্রে খবর। তবে তদন্তের স্বার্থে পডুয়াদের নাম গোপন রাখা হয়েছে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভূমিকা খতিয়ে দেখতে বুধবার বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসি প্রতিনিধি দল। কতদূর তদন্ত হয়েছে সেটাও খতিয়ে দেখবেন তাঁরা। এদিকে, ওই ছাত্রের রহস্যমৃত্যুর পর উদ্ধার হয়েছে ইংরেজিতে লেখা একটি চিঠি। তা নিয়ে শোরগোল পড়েছে। পুলিশ তদন্তে জানতে পেরেছে, মৃত্যুর আগে জোর করে ওই ছাত্রকে দিয়েই ওই চিঠি লেখানো হয়েছিল। সেই চিঠি লেখানোর সময় গ্রেফতার হওয়া তিনজন সেখানে উপস্থিত ছিল বলে অভিযোগ। সেই সূত্রেই তাঁদের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে৷ 

অন্যদিকে, যাদবপুরকাণ্ডে এক প্রাক্তনী গ্রেফতার হওয়ার পর আরও এক প্রাক্তনীর নাম উঠে আসছে। এই দুই প্রাক্তনী আবার পরস্পরের পরিচিত। ইতিমধ্যে ওই প্রাক্তনী ভিনরাজ্যে গা–ঢাকা দিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ওই প্রাক্তনীকে ধরার চেষ্টা চলছে৷ 

Around The Web

Trending News

You May like