হাওড়ায় নামী স্কুলের ক্লাসের মধ্যেই চুম্বনে মত্ত ছয় ছাত্র-ছাত্রী, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের

হাওড়া: ব্যাগ দিয়ে সিসিটিভি ক্যামেরা আড়াল করে ক্লাসের মধ্যেই চলল চুম্বন৷ হাওড়ায় নামী স্কুলে নবম শ্রেণির ছয় ছাত্র-ছাত্রীদের এমন কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ক্লাসের মধ্যে অশ্লীল কাজকর্ম করার অভিযোগে ছয় পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাওড়ার শিবপুর বিই কলেজ মডেল স্কুল কর্তৃপক্ষের৷ ঘটনার সূত্রপাত গতবছর ১২ অক্টোবর৷ অভিযোগ, ওই দিনই ভরা ক্লাসরুমের মধ্যেই ছয় ছাত্র-ছাত্রী

হাওড়ায় নামী স্কুলের ক্লাসের মধ্যেই চুম্বনে মত্ত ছয় ছাত্র-ছাত্রী, কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের

হাওড়া: ব্যাগ দিয়ে সিসিটিভি ক্যামেরা আড়াল করে ক্লাসের মধ্যেই চলল চুম্বন৷ হাওড়ায় নামী স্কুলে নবম শ্রেণির ছয় ছাত্র-ছাত্রীদের এমন কীর্তি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ ক্লাসের মধ্যে অশ্লীল কাজকর্ম করার অভিযোগে ছয় পড়ুয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ হাওড়ার শিবপুর বিই কলেজ মডেল স্কুল কর্তৃপক্ষের৷

ঘটনার সূত্রপাত গতবছর ১২ অক্টোবর৷ অভিযোগ, ওই দিনই ভরা ক্লাসরুমের মধ্যেই ছয় ছাত্র-ছাত্রী একে অপরকে জড়িয়ে চুম্বন করতে থাকে৷ ব্যাগ দিয়ে সিসিটিভি আড়াল করার চেষ্টা হলেও ক্যামেরা বন্দি হয়ে যায় গোটা ঘটনা৷ পরে, সিসিটিভি ফুটেজ পরীক্ষার সময় প্রকাশ্যে আসে গোটা ঘটনা৷ ছয় পড়ুয়ার কাণ্ড দেখে চমকে ওঠেন শিক্ষকরাও৷ পরে অভিযুক্তদের চিহ্নিত করে অভিভাবকদের ডেকে পাঠায় স্কুল কর্তৃপক্ষ৷ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পরিচালন সমিতির একটি বৈঠক হয়৷ সেখানেই ভোটাভুটির মাধ্যমে ওই পড়ুয়াদের বহিষ্কারে সিদ্ধান্ত নেওয়া হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =