কলকাতা: কমপক্ষে ছ’লক্ষ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিল বাংলার সরকার৷ কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছে, চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ২.৫ লক্ষ যুবক-যুবতির প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার৷ আগামী বছর মার্চের মধ্যে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে৷ প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে প্রত্যেকেই স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যই নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যজুড়ে কারিগরি শিক্ষা দপ্তরের তত্ত্বাবধানেই এই বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। বিনা খরচে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে মোবাইল ফোন, ফ্যান, টেলিভিশন, ফ্রিজ, এয়ার কন্ডিশন সারাইয়ের প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে। তথ্য প্রযুক্তি শিল্প, বিভিন্ন উৎপাদক সংস্থার সার্ভিস সেন্টার সহ বিভিন্ন যায়গায় ওই সব যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্যে ওই কারিগরি শিক্ষা দপ্তর সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে নিরন্তর যোগাযোগ রক্ষা করে চলেছে বলে পূর্ণেন্দু বসু জানিয়েছেন।
ছ’লক্ষ বেকার যুবক-যুবতিকে কর্মসংস্থান রাজ্যের
কলকাতা: কমপক্ষে ছ’লক্ষ বেকার যুবক-যুবতিকে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নিল বাংলার সরকার৷ কারিগরী শিক্ষা দফতরের মন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছে, চলতি আর্থিক বছরে ইতিমধ্যেই ২.৫ লক্ষ যুবক-যুবতির প্রশিক্ষণ দিয়েছে রাজ্য সরকার৷ আগামী বছর মার্চের মধ্যে বাকিদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়ে যাবে৷ প্রশিক্ষণপ্রাপ্তরা যাতে প্রত্যেকেই স্বনির্ভর হতে পারে সেই লক্ষ্যই নিয়েছে রাজ্য সরকার। জানা গিয়েছে, রাজ্যজুড়ে