শীতলকুচির বুথে গুলি, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

শীতলকুচির বুথে গুলি, জনস্বার্থ মামলা খারিজ করল হাই কোর্ট

 

কলকাতা:  রাজ্য বিধানসভা ভোটের সময়ে শীতলকুচির একটি বুথে  গুলি চালানোর ঘটনার জনস্বার্থ মামলা করা হয়েছিল৷ বুধবার তা খারিজ করল কলকাতা হাই কোর্ট৷ সংবাদ মাধ্যমের তথ্য দিয়ে মামলা করায় তা গৃহীত হলো না বলে জানা গিয়েছে। এদিন মামলা খারিজ করে দেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের ডিভিশন বেঞ্চ। 

আরও পড়ুন- লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অ্যাকাউন্ট খোলার চাপ, বাড়ছে ব্যাঙ্ক খোলার সময়সীমা, ঘোষণা মমতার

প্রসঙ্গত, ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটের সকালে জোড়া পাটকিতে ১২৬ নম্বর বুথের বাইরে গুলি চলে৷ মৃত্যু হয় আনন্দ বর্মন নাম এক যুবকের৷ এর পর ফের কোচবিহারের শীতলকুচির একটি বুথে গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ মৃত্যু হয় চার জনের৷ সিএপিএফ বাহিনী গুলি চালিয়েছে বলে জানায় নির্বাচন কমিশন৷ 

আরও পড়ুন- ED-র তবল সত্ত্বেও আজ দিল্লি যাচ্ছেন না অভিষেক পত্নী রুজিরা

এই ঘটনার পর শুরু হয় কেন্দ্র রাজ্য তরজা৷ বিতর্কিত মন্তব্য করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ তিনি বলেছিলেন, ‘শীতলকুচিতে দুষ্টু ছেলেরা গুলি খেয়েছে। এই দুষ্টু ছেলেরা থাকবে না বাংলায়।কেউ আইন হাতে নিলে এটা সারা বাংলায় হবে।’’ তিনি আরও বলেন, সেন্ট্রাল ফোর্স হাতে বন্দুক নিয়ে ঘুরতে আসেনি। তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দা করে তৃণমূল সহ প্রতিটি রাজনৈতিক দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − two =