আরজি করেআর্থিক দুর্নীতি: CBI-কে নথি হস্তান্তর সিটের, মিলবে নতুন তথ্য?

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মাঝেই উঠে এসেছে এই মেডিক্যাল-কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ৷ এই অভিযোগেরও তদন্ত করছে সিবিআই৷ কলকাতা…

sandeep cbi

কলকাতা: আরজি করে পড়ুয়া চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার মাঝেই উঠে এসেছে এই মেডিক্যাল-কলেজ ও হাসপাতালের আর্থিক দুর্নীতির অভিযোগ৷ এই অভিযোগেরও তদন্ত করছে সিবিআই৷ কলকাতা হাই কোর্টের নির্দেশে শনিবার নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে সমস্ত নথি হস্তান্তর করে কলকাতা পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট)৷ আদালতের নির্দেশ ছিল, শনিবার সকাল ১০টার মধ্যে সমস্ত নথি হস্তান্তর করতে হবে৷

 

 

তিন বছরেরও বেশি সময় ধরে আরজি করে আর্থিক দুর্নীতি চলেছে বলে অভিযোগ ওঠে। আইপিএস প্রণব কুমারের নেতৃত্বে এই ঘটনার তদন্তে রাজ্য সরকারের তরফে সিট গঠন করা হয়েছিল। কিন্তু, এক সপ্তাহ পেরনোর আগেই সিটের হাত থেকে তদন্তভার যায় সিবিআইয়ের হাতে।

আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত চেয়ে হাই কোর্টের দ্বারস্থ হন তাঁরই প্রাক্তন সহকর্মী আখতার আলি। তিনি এক সময় ওই হাসপাতালের ডেপুটি সুপার পদে ছিলেন। অভিযোগ, আরজি করে অধ্যক্ষ পদে বসার পর থেকেই ব্যপক দুর্নীতি করেছেন সন্দীপ।