আরজি করে এবার আর্থিক ‘বেনিয়মে’র অভিযোগ! তদন্তে সিট গঠন নবান্নের

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ৷ তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে সিবিআই৷ সেই আবহেই রাজ্যের…

R G kar p

কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ এবং খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ৷ তরুণী চিকিৎসকের মৃত্যু রহস্য উদঘাটনে তদন্ত চালাচ্ছে সিবিআই৷ সেই আবহেই রাজ্যের এই সরকারি হাসপাতালের বিরুদ্ধে উঠে আসতে শুরু করেছে গুচ্ছ গুচ্ছ অভিযোগ৷  দাবি, ডা. সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে দায়িত্ব নেওয়ার পর থেকে হাসপাতালের হিসেবে বিস্তর গোলমাল ধরা পড়েছে৷ হাসপাতালে আর্থিক বেনিয়মের অভিযোগ খতিয়ে দেখতেই এবার আইজি পদমর্যাদার আইপিএসের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল বা সিট গঠনের নির্দেশ দিল নবান্ন৷

একটি নির্দেশিকায় জানানো হয়েছে, এই তদন্তকারী দলের নেতৃত্ব দেবেন আইপিএস অফিসার প্রণব কুমার। ওই নির্দেশিকায় আরও বলা হয়েছে, ২০২১ সালের জানুয়ারি মাস থেকে এখনও পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজে যা যা আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে, তার তদন্ত করবে বিশেষ তদন্তকারী দল৷ প্রয়োজনে সংশ্লিষ্ট হাসপাতালের সকল সরকারি দফতরের এবং বেসরকারি এজেন্সির নথিপত্রও পরীক্ষা করে দেখতে পারবে সিট৷