শিশির-দিব্যেন্দুর নিরাপত্তা বাড়াল কেন্দ্র! পাবেন ওয়াই প্লাস সিকিউরিটি

শিশির-দিব্যেন্দুর নিরাপত্তা বাড়াল কেন্দ্র! পাবেন ওয়াই প্লাস সিকিউরিটি

কলকাতা: শুভেন্দু অধিকারী বিজেপি শিবিরে যোগদান করার পর দাবি করেছিলেন যে তিনি নিজের বাড়িতে পদ্ম ফোটাবেন। একে একে আর ভাই সৌমেন্দু অধিকারীর এবং বিধানসভা ভোটের প্রাক্কালে বাবা শিশির অধিকারী বিজেপিতে যোগ দিয়েছেন। যদিও দিব্যেন্দু অধিকারী এখনো প্রত্যক্ষভাবে বিজেপিতে যোগ দেননি। তবে এখন শিশির এবং দিব্যেন্দু অধিকারীর নিরাপত্তা বাড়িয়ে দিল কেন্দ্রীয় সরকার। ওয়াই প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয়েছে তাদের।

জানা গিয়েছে, তাদের দুজনের নিরাপত্তা দেবে সিআরপিএফ। দুজনের সঙ্গে থাকবে ২ জন কমান্ডো সহ ১১ জন নিরাপত্তারক্ষী। যদিও কেন এই দু’জনকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হচ্ছে সে ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে শিশির এবং দিব্যেন্দু অধিকারী নিজে জানিয়েছেন, তারা এই ব্যাপারে এখনো কোনো রকম চিঠি পাননি। তবে সূত্রের খবর, কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার কারণে রাজ্য সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে তাঁদের দুজনের নিরাপত্তা প্রত্যাহার করবে। এদিকে রাজ্য বিজেপি তরফে জানানো হয়েছে, বাংলার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর যেভাবে হিংসার ঘটনা ঘটেছে সেই প্রেক্ষিতেই ‘শান্তিকুঞ্জের’ নিরাপত্তার অভাব রয়েছে বলে মনে করছে কেন্দ্রীয় সরকার। সেই কারণেই হয়তো এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিশির অধিকারী বিজেপিতে যোগদান করলেও দিব্যেন্দু অধিকারী এখনো বিজেপিতে যোগদান করেননি। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। এখনই কেন্দ্রীয় নিরাপত্তা পাওয়ার ব্যাপারে দূরত্বের ফাটল যে আরো চওড়া হল তা বলাই বাহুল্য।

বিজেপিতে যোগ দেওয়ার পর নন্দীগ্রামে প্রার্থী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনে জিতেছেন তিনি কিন্তু তাঁর জয় নিয়ে সঙ্কোচ রয়েছে অধিকাংশের। তবে সে সব এখন অতীত। আপাতত বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই প্রেক্ষিতে অনেকেই মনে করছেন যে মেদিনীপুরের অধিকারী পরিবারের দিকে বাড়তি নজর দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। সেই কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + one =