গাড়িতে হামলা! আক্রান্ত শুভেন্দু অধিকারীর পিতা, মাথায় চোট: সূত্র

গাড়িতে হামলা! আক্রান্ত শুভেন্দু অধিকারীর পিতা, মাথায় চোট: সূত্র

sishir adhikari

কলকাতা: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পিতা তথা তৃণমূল সাংসদ শিশির অধিকারীর ওপর হামলার অভিযোগ। খেজুরি এলাকায় তাঁর গাড়িতে হামলা হয়েছে বলে জানা গিয়েছে। এই মুহূর্তে তিনি হাসপাতালে ভর্তি রয়েছে। জানা গিয়েছে, তাঁর গাড়ির কাচ ভেঙে আহত হয়েছেন শিশির। পুত্র তথা তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁর বাবার মাথায় আঘাত লেগেছে। 

কারা এই হামলার পিছনে আছে তা এখনও পর্যন্ত জানা না গেলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের খেজুরির তেঁতুলতলায় সাংসদ শিশির অধিকারীর গাড়ি দেখার পর বেশ কয়েকজন চিৎকার করে ওঠে, তারা স্লোগান দিতে শুরু করে। অভিযোগ, ওই ভিড় থেকে কয়েক জন ইট ছোড়েন সাংসদের গাড়িতে। তার ফলে কাচ ভাঙে গাড়ির। তা থেকে আহত তো হয়েছেনই শিশির, এরপর গাড়ি জোরে ব্রেক মারায় তাঁর মাথায় চোট লাগে। তাঁর পুত্র দিব্যেন্দু অধিকারী ইতিমধ্যেই পুলিশে অভিযোগ করেছেন বলে খবর।   

সূত্র মারফত জানা গিয়েছে, বিষয়টি নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হলেও পুলিশ মনে করছে এখানে তেমন কিছু ঘটেনি। খাতায়-কলমে শিশির অধিকারী এখন রাজনৈতিকভাবে নিরপেক্ষ জায়গায় আছেন। তাই কারা তাঁকে হামলা করবে সে নিয়ে স্বাভাবিকভাবেই জল্পনা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 3 =