অসৎরা দলে ক্ষমতা পাচ্ছেন! তৃণমূলের অস্বস্তি বাড়ালেন সিঙ্গুরের বিধায়ক

এই মন্তব্য স্বাভাবিকভাবেই আরো বিতর্ক বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

a03b83673dc0e1f7f91177b5f8fd9920

 

কলকাতা: দলবদলের আবহে এখন কার্যত ব্যাকফুটে রয়েছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারীর মত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তো বটেই, সম্প্রতি একে একে তৃণমূল কংগ্রেস ছেড়েছেন রাজ্যের একাধিক নেতা এবং বিধায়ক। এই পরিস্থিতিতে দলের অস্বস্তি আরও বেশি করে বাড়িয়ে দিলেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য। তিনি স্পষ্ট অভিযোগ তুললেন, অসৎরা দলে ক্ষমতা পাচ্ছেন, জেলা তৃণমূল নেতৃত্ব অযোগ্যদের চাপিয়ে দিচ্ছে! সিঙ্গুরের বিধায়কের এই মন্তব্য স্বাভাবিকভাবেই আরো বিতর্ক বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে।

সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, তৃণমূলের ব্লক সভাপতি রূপে গোবিন্দ ধারাকে তাঁরা মানবেন না, এই প্রসঙ্গে আজ দীর্ঘক্ষণ তৃণমূল কর্মী এবং অনুগামীদের নিয়ে বৈঠক করেন তিনি। এই প্রেক্ষিতে তিনি অভিযোগ করেন, তৃণমূল জেলা নেতৃত্ব অযোগ্য ব্যক্তিকে চাপিয়ে দিচ্ছে, দলে এখন অসৎরা বেশি ক্ষমতা পাচ্ছেন। রবীন্দ্রনাথের কথায়, বিভিন্ন জেলার বিধায়কদের নিয়ে আলোচনার পরেই দলীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু এক্ষেত্রে তার সঙ্গে কোনো রকম আলোচনা না করেই নেতৃত্ব অযোগ্য লোক চাপিয়ে দিচ্ছে। যাকে নিয়ে এমন সমস্যা সেই গোবিন্দ ধারাকে উল্লেখ করে তিনি রবীন্দ্রনাথ ভট্টাচার্য জানান, তৃণমূল নেতৃত্ব যাকে ব্লক সভাপতি পদে বসিয়ে দিচ্ছে তিনি আপাদমস্তক দুর্নীতিতে পরিপূর্ণ। তাই এই পদে তিনি তাকে মানতে পারছেন না, সেইজন্যই প্রতিবাদ করছেন। এই প্রসঙ্গে রবীন্দ্রনাথ তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে হুশিয়ারি দিয়ে বলেন, নির্বাচনের আগে অনুগামীদের নিয়ে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনি। 

তবে দলের এই গোষ্ঠী কোন্দল কেন এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে সিঙ্গুরের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য বলেন, দলের একাংশ তৃণমূল সুপ্রিমো তথা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মেনে মানুষের কল্যাণে কাজ করতে চাইছে, অন্য একটি অংশ দুর্নীতি করে শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করতে উদ্যোগী। মূল দ্বন্দ্ব এখান থেকেই শুরু। এই প্রেক্ষিতে তিনি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, বিধানসভা নির্বাচনের আগে যদি এই ব্যাপারে ইতিবাচক কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে তিনি তাঁর অনুগামীদের সঙ্গে বৈঠক করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তবে আদতে সেই বৈঠক কবে হবে বা কবে তিনি তার সিদ্ধান্ত জানাবেন সে ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিছু বলেননি সিঙ্গুরের বিধায়ক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *