এবার সিঙ্গেল পুরুষরাও পাবেন ‘স্বাস্থ্যসাথী’, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

এবার সিঙ্গেল পুরুষরাও পাবেন ‘স্বাস্থ্যসাথী’, নয়া সিদ্ধান্ত রাজ্য সরকারের

27932c64075846c67c86a090e25cd1d4

কলকাতা:  এতদিন স্বাস্থ্যসাথী কার্ড দেওয়া হত পরিবারের মহিলাদের নামে৷ কিন্তু এবার থেকে স্বাস্থ্যসাথীর সুবিধা পাবেন ‘সিঙ্গেল পুরুষ’রাও৷ তবে এর জন্য আবেদনকারীকে স্থানীয় কাউন্সিলর বা বিধায়কের কাছ থেকে একাকী, পরিবারহীন হওয়ার ‘বৈধতাপত্র’ সংগ্রহ করতে হবে৷ এবং সেটি জমা দিতে হবে ফর্মের সঙ্গে৷ প্রয়োজনে এসে সত্যতা যাচাই করবেন বিভাগীয় আধিকারিকরা৷ এর পরই ওই একাকী পুরুষকে স্বাস্থ্যসাথী কার্ডের অনুমোদন দেওয়া হবে৷ 

আরও পড়ুন- SSC-র প্রকাশিত ‘অযোগ্যদের’ তালিকায় নাম! উদ্ধার নন্দীগ্রামের স্কুল শিক্ষিকার ঝুলন্ত দেহ

এ প্রসঙ্গে রাজ্যের স্বাস্থ্যরসচিব নারায়ণস্বরূপ নিগম বলেন, ‘‘প্রথম যখন স্বাস্থ্যসাথী কার্ডের পরিষেবা চালু হয়, তখন মহিলাদের নামেই গোটা পরিবারকে এই চিকিৎসা বিমা দেওয়া হচ্ছিল। এরপর সিঙ্গল মহিলা এবং পরে সিঙ্গেল পুরুষদেরও স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করার আগে একাকী হওয়ার প্রমাণ হিসাবে জনপ্রতিনিধির থেকে একটা সার্টিফিকেট ফর্মের সঙ্গে জমা দিতে হবে।’’ স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্বাস্থাসাথী কার্ডের পরিষেবা চালু হওয়ার পর থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন৷ পাশাপাশি শুধুমাত্র ‘সিঙ্গল’ হওয়ার করাণে অনেকেই এই চিকিৎসা বিমার সুবিধা থেকে বঞ্চিতও হয়েছেন। এই বিষয়টি সম্পর্কে মুখ্যমন্ত্রী অবগত হওয়ার পরই সিঙ্গলদের দ্রুত স্বাস্থ্যসাথী কার্ড দেওয়ার সবুজ সংকেত দেন তিনি। 

বলা হয়েছে, কলকাতা পুরসভা ওয়ার্ডভিত্তিক যে সমস্ত ‘দুয়ারে সরকার’ শিবির চলছে, সেখানে গিয়েও একাকী মহিলা ও নিঃসঙ্গ পুরুষদের জন্য স্বাস্থ্যসাথী কার্ড পাবেন। তবে দুয়ারে সরকারে যাওয়ার আগে স্থানীয় কাউন্সিলরের কাছ থেকে ‘পরিবারহীন’ সার্টিফিকেট নিয়ে আসতে হবে৷