কলকাতা: প্রজাতন্ত্র দিবসের আগে চমকে দেওয়ার মতো খবর। আচমকাই পদ্মশ্রী পুরষ্কার ফেরালেন প্রবাদপ্রতিম সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। প্রচণ্ড অপমানিত এবং অসম্মানিত বোধ করে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে বা কেন অপমানিত বোধ করলেন তিনি? জানা গিয়েছে, তাঁকে ফোন করে এমনভাবে পদ্মশ্রী নেওয়ার ‘প্রস্তাব’ দেওয়া হয়েছে তাতেই তিনি অপমানিত বোধ করেছেন।
আরও পড়ুন- সিধুকে মন্ত্রী করার সুপারিশ এসেছিল পাকিস্তান থেকে! বিস্ফোরক অমরিন্দর
সন্ধ্যা মুখোপাধ্যায়ের পরিবারের তরফে জানান হয়েছে, আচমকাই ফোন করে এই সম্মান দেওয়া হবে বলে জানান হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। না জানিয়ে এভাবে পুরষ্কার ঘোষণা করা অসম্মানের বলেই মনে করছেন তারা। তাছাড়া আরও একটি প্রশ্ন তারা তুলেছেন যে, এত দেরিতে কেন এই পুরষ্কার দেওয়ার কথা মনে পড়ল? শিল্পীর মেয়ে মনে করছেন যে, এই বয়সে তাঁর মা, যিনি এত বড় মাপের একজন শিল্পী, যিনি বাংলার সঙ্গীত জগতের বর্তমানে সবচেয়ে সিনিয়র, তাঁকে এখন পদ্মশ্রী দেওয়াটা অপমান ছাড়া আর কিছু নয়। তাই তারা মোদী সরকারের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। সূত্রের খবর, এইভাবে ফোন করে এই সম্মান দেওয়ার কথা জানান হয়েছে দেখে সন্ধ্যা মুখোপাধ্যায় নিজেও প্রচণ্ড অখুশি হয়েছেন এবং তাঁর এই ব্যাপারটাই অপমানজনক লেগেছে।
সবথেকে বড় কথা, সন্ধ্যা মুখোপাধ্যায়ের সমসাময়িক যারা ছিলেন তারা কেউ না কেউ ভারতরত্ন, পদ্মবিভূষণ, নিদেনপক্ষে পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন ৯০ বছরের প্রবাদপ্রতিম শিল্পী, যিনি প্রায় ৭৫ বছরের বেশি সময় ধরে সঙ্গীত সাধনা করে আসছেন, তাঁকে এখন পদ্মশ্রী সম্মান দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, এটা তাঁর পরিবার একেবারের মেনে নিতে পারছেন না। শিল্পী নিজেও মনে করছেন যে, এটা বড় অপমানের। তাই বেশি কিছু না ভেবেই এই সম্মান প্রত্যাখ্যান করা হয়েছে।