বিয়ের ৭ দিনের মাথায় শাঁখা-পলা কোথায়? সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশদের বাণে বিদ্ধ ইমন

বিয়ের ৭ দিনের মাথায় শাঁখা-পলা কোথায়? সোশ্যাল মিডিয়ায় নীতিপুলিশদের বাণে বিদ্ধ ইমন

কলকাতা: বিয়ে হয়ে গেছে, সিঁদুর পরোনি, শাঁখা-পলা কোথায়? এমন কথা আকছার শুনতে হয় বিবাহিত মহিলাদের৷ কখনও আত্মীয়রা বলছে তো কখনও বলছে পাড়াপড়শী৷ এবার একই ঘটনা ঘটল গায়িকা ইমন চক্রবর্তীর সঙ্গেও৷ সোশ্যাল মিডিয়ায় বিয়ের পর নিজের একটি গান গাওয়ার ছবি শেয়ার করেন তিনি৷ ওমনি তেড়েফুড়ে আসেন সমালোচকেরা৷ বিয়ে হয়েছে মাত্র সাতদিন হল তার মধ্যে শাঁখা-পলা খুলে ফেলেছে?

সদ্য সদ্য বিয়ে সেরেছেন গায়িকা ইমন চক্রবর্তী ও সুরকার নীলাঞ্জন ঘোষ৷ বিয়ের পর স্বাভাবিকভাবে জোরকদমে কাজকর্ম শুরু করে দিয়েছেন তারা৷ সম্প্রতি জঙ্গিপাড়ায় একটি অনুষ্ঠানে গান গাইতে যান ইমন৷ এরপর সেই অনুষ্ঠানের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন তিনি৷ ব্যস, অমনি সমালোচকদের একাংশের মুখে পড়তে হয় গায়িকাকে৷

যদিও নীতিপুলিশদের ভ্রুকুটিকে পাত্তা দেননি গায়িকা৷ গায়িকা ইমনের কথায়, এই রকম মানুষের তাঁর জীবনে কোনও অস্তিত্ব নেই। তাঁর কাছে নীলাঞ্জন এবং তাঁর আশেপাশের মানুষরা বেশি গুরুত্বপূর্ণ। শাখা-পলা পরে নীলাঞ্জনকে তিনি কতটা ভালবাসেন বা তাঁর জন্য কতটা ভাবেন, তা প্রমাণ হয় না। আজীবন নীলাঞ্জনের পাশে থাকার যে শপথ নিয়েছেন তিনি, তা তাঁদের ব্যবহারে প্রমাণ হবে। তিনি তৃতীয় কারও কথায় পাত্তা দেন না।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =