বাদাম কাকুর গানে মুগ্ধ ভক্ত, ভালোবেসে ভুবন বাদ্যকারকে আইফোন ১৩ উপহার

বাদাম কাকুর গানে মুগ্ধ ভক্ত, ভালোবেসে ভুবন বাদ্যকারকে আইফোন ১৩ উপহার

কলকাতা: মাত্র মাস ছয়েক আগের কথা। সাইকেলে বাদামের বস্তা চাপিয়ে গ্রামে গ্রামে গিয়ে বাদাম ফেরি করতেন ভুবন বাদ্যকর। তখনও অবশ্য ভুবন বাদ্যকরকে আমরা ‘বাদাম কাকু’ হিসেবে চিনি নি। কিন্তু মাত্র মাস ছয়েকের মধ্যেই আমূল পরিবর্তন। সোশ্যাল মিডিয়ার আশীর্বাদে ভুবন বাদ্যকার কিভাবে ও কবে সকলের প্রিয় বাদাম কাকু হয়ে উঠলেন সে গল্প সকলেরই জানা। নেটপাড়ার লোকজনের ভালোবাসার বন্যায় আজ পুরোনো সেই বাদাম কাকুকে কার্যত চেনা দায়। একসময় ব্যবহার করতেন ভাঙা একটা মোবাইল। হাত থেকে পড়ে মোবাইলের পিছনের অংশ কিছুটা ভেঙে যাওয়ায় কোনক্রমে সেটাকেই জোড়াতাপ্পি দিয়ে চালাতে হত কাজ। কিন্তু আজ সেই বাদাম কাকু ভুবন বাদ্যকারের হাতেই আইফোন ১৩। বাড়ি-গাড়ির পর এবার স্মার্টফোন। নতুন অবতারে সকলের প্রিয় বাদাম কাকুকে দেখে কার্যত চিনতে পারছেন না নেটিজেনদের একাংশ।

 চলতি বছরের শুরুর দিকেই বীরভূম জেলার এই বাদাম বিক্রেতার গান সোশ্যাল মিডিয়ায় কার্যত ঝড় তুলেছিল রাতারাতি। অদ্ভুত সুর এবং তার সঙ্গে ছন্দ মিলিয়ে কথার জন্য বাদাম কাকুর গান খুব সহজেই মন কেড়েছিল নেটপাড়ার লোকজনের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রথমে সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল এবং পরে গায়ক হিসেবে খ্যাতি সবকিছু এক লহমায় পাল্টে দিয়েছিল ভুবনের জীবন। অন্যদিকে আস্তে আস্তে লক্ষ্মীর মুখ দেখতে শুরু করলে ভুবনের জীবনযাত্রাতেও আসতে শুরু করে আমূল পরিবর্তন। পরনের ছেঁড়াখোঁড়া জামার পরিবর্তে বাদাম কাকুর গায়ে হতে চকচকে ব্লেজার, চোখে সানগ্লাস। অন্যদিকে আবার লক্ষ্মী লাভ হতেই বীরভূমের দুবরাজপুরের লক্ষীনারায়নপুর এলাকার কুড়ালজুড়ি গ্রামে বিশাল অট্টালিকা তৈরির কাজ শুরু করেন ভুবন। ঝাঁ-চকচকে সেই বাড়ির অন্দরসজ্জায় ইতিমধ্যেই সংবাদমাধ্যমের দৌলতে সকলেরই চোখে পড়েছে। বাড়ির পর গাড়ি কিনতেও বেশি সময় নেননি ভুবন। তবে তো চালাতে গিয়ে ছোটখাট দুর্ঘটনার কবলে পড়তে হয়েছিল এই সংগীত শিল্পীকে। দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পরেই অবশ্য গাড়িটিকে বিক্রি করে দিয়েছেন তিনি। আর এবার জানা যাচ্ছে ভুবনের গাম শুনে খুশি হয়ে তাকে আইফোন উপহার দিলেন দিল্লির এক ব্যক্তি। বাদাম কাকুর কথায়, ‘ভালোবাসার বিনিময়ে এই আইফোন আমি উপহার পেয়েছি। খুব খুশি হয়েছি তাতে।  দিল্লির এক ব্যক্তি আমাকে এই উপহার দিয়েছেন আমার গান শুনে তাঁর ভালো লেগেছে বলে।’

তবে আইফোন ব্যবহার শুরু করলেও প্রথমে বেশ বিপাকে পড়তে হচ্ছে ভুবনকে। এতদিন পর্যন্ত ভাঙা ফোনই সম্বল ছিল তাঁর। সেই হাতে যদি হঠাৎই স্মার্টফোন উঠে আসে তাহলে প্রথমদিকে একটু সমস্যার সম্মুখীন হাওয়াই স্বাভাবিক। তবে তারপরেও আইফোনের সমস্ত টেকনোলজির শেখার চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছেন তিনি। নতুন আইফোন ব্যবহার প্রসঙ্গে জানালেন, ‘একসময় ভাঙা মোবাইলের বদলে বাদাম বিক্রি করতাম। আর আজ সকলের আশীর্বাদে আমার হাতে আইফোন এসেছে। আমি কখনো ভাবতেও পারিনা। নতুন ফোন দিয়ে ছবি তুলছি,ফোন করছি। তবে এখনও ইউটিউব দেখতে শুরু করিনি।’