বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড শিলিগুড়ি!

বজ্রবিদ্যুৎ-সহ প্রবল বৃষ্টি, ঝড়ে লন্ডভন্ড শিলিগুড়ি!

শিলিগুড়ি: পূর্বাভাস মেনেই বজ্রবিদ্যুৎ-সহ প্রবল ঝড় বৃষ্টিতে ওলট-পালট হয়ে গেল শিলিগুড়ি শহর। বৃহস্পতিবার সকাল পৌনে ১১টা নাগাদ ঘন কালো মেঘে ছেয়ে যায় গোটা শিলিগুড়ি। দিনের বেলাতেও রাতের মতো অন্ধকার হয়ে আসে। তারপরই উঠে ভয়ঙ্কর ঝড়। শুরু হয় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও। বুধবার সন্ধ্যায় কলকাতা শহর-সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। দমকা বাতাসে স্বস্তি পেয়েছে মানুষ। কিছুটা হলেও কমেছে প্রবল গ্রীষ্মের দাবদাহ।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে বৃহস্পতিবার রাজ্যের বিভিন্ন জায়গায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই পূর্বাভাস মেনেই সকাল সকাল প্রবল ঝড়ে ওলট-পালট হয়ে গেল শিলিগুড়ি। গোড়া থেকে উপড়ে গেছে বহু গাছ, ইলেকট্রিক খুঁটি, টিনের শেড। গাছ পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি, গাড়ি। অবরুদ্ধ হয়ে গিয়েছে বহু রাস্তা। তার ছিঁড়ে বিদ্যুৎ পরিষেবা থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বহু এলাকা। তবে এখনও পর্যন্ত কোনও মানুষের আহত বা মৃত্যু হওয়ার খবর পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠনগুলি ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমে গিয়েছে। শুরু হয়েছে প্রয়োজনীয়দের ত্রান বিলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *