মমতাকে ইস্তফাপত্র পাঠালেন শীলভদ্র, ফের ধাক্কা তৃণমূলে

মমতাকে ইস্তফাপত্র পাঠালেন শীলভদ্র, ফের ধাক্কা তৃণমূলে

বারাকপুর: ফের ধাক্কা তৃণমূল শিবিরে৷ এবার দল ছাড়লেন শীলভদ্র দত্ত৷ শুভেন্দু অধিকারী, জিতেন্দ্র তিওয়ারি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, কর্নেল  দীপ্তাংশু চৌধুরীর পর মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠিয়ে দল থেকে ইস্তফা দিলেন বারাকপুরের বিধায়ক৷ 

আরও পড়ুন- অমিত শাহের সফরে নাড্ডার ঘটনার পুনরাবৃত্তি এড়াতে ডিজিকে চিঠি CRPF এর

দীর্ঘ ধরেই চলছেন মন কষাকষি৷ একাধিকবার তাঁর মানভঞ্জনের চেষ্টা চলেছে৷ তবে তাতে বরফ যে গলেনি, এদিনের ইস্তফাই তাঁর প্রমাণ৷ দলের প্রাথমিক সদস্যপদ থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলে জানিয়েছেন শীলভদ্র দত্ত৷ ছেড়েছেন সরকারি গাড়ি৷ তবে এখনও পর্যন্ত বিধায়ক পদ ছাড়েননি তিনি৷ আগামী নির্বাচনে শীলভদ্র দত্ত যে আর তৃণমূলের হয়ে লড়বেন না তা স্পষ্ট৷ তবে সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবেই বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি বলে জানিয়েছেন তিনি৷  

শনিবার মেদিনীপুরে অমিত শাহের জনসভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে শীলভদ্রের উপস্থিতি নিয়ে জোড় জল্পনার মাধেই দলের প্রাথমিক দস্য পদ থেকে ইস্তফা দিলেন তিনি৷ তাঁর বিজেপি’তে যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল বলেই মনে করছে রাজনৈতিক মহল৷ শুভেন্দু অধিকারী এবং মুকুল রায়ের সঙ্গেও বেশ কয়েক বার দেখা করেছেন এই বিদ্রোহী নেতা৷ অন্যদিকে, ইতিমধ্যেই শীলভদ্রের দফতরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে লাগানো হয়েছে স্বামী বিবেকানন্দের ছবি৷ দফতরের দেওয়ালের রং গেরুয়া হয়ে গিয়েছে৷ তবে বিজেপি’তে যোগদানের কথা এখনও পর্যন্ত নিজের মুখে স্বীকার করেননি শীলভদ্র দত্ত৷ 

আরও পড়ুন- নয়া পন্থায় বিদ্রোহ! দলের নেতাদের থেকে নেওয়া ঋণ শোধ করতে শুরু করলেন শীলভদ্র দত্ত

শীলভদ্র দত্ত বরাবরই মুকুল অনুগামী বলে পরিচিত৷ মুকুল রায় তৃণমূল ছাড়ার পর থেকেই দলের অন্দরে কোণঠাসা হয়ে পড়েন তিনি৷ নির্বাচনের আগে দলের ভাঙন রুখতে সম্প্রতি শরু হয়েছিল তাঁর মানভঞ্জলের পালা৷ তবে তাতে চিড়ে ভেজেনি৷ নিজের সিদ্ধান্তেই অনড় থেকেছেন শীলভদ্র৷  বদলাননি ব্যারাকপুরের বিধায়ক৷ প্রসঙ্গত, ভোট কুশলী প্রশান্ত কিশোর এবং তাঁর দলের কাজকর্ম নিয়ে প্রকাশ্যেই সমালোচনা করেন শীলভদ্র দত্ত৷ তাঁর মান ভাঙাতে পৌঁছেছিল পিকে’র টিম৷ কিন্তু তাদের ফিরিয়ে দেন শীলভদ্র৷ তাঁর বাড়ি পৌঁছে দেখা পাননি খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকও৷ 

গত লোকসভা ভোটে তৃণমূলের হাতছাড়া হয় বারাকপুর কেন্দ্র৷ এর পর থেকেই বেসুরো তিনি৷ শীলভদ্র গেরুয়া শিবিরে যোগ দিলে অস্বস্তিতে পড়তে হতে পারে তৃণমূলকে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + twelve =