বিষ পান করা সেই পাঁচ শিক্ষিকা এবার তৃণমূলে, তালিকায় শিক্ষক নেতা মইদুলও

বিষ পান করা সেই পাঁচ শিক্ষিকা এবার তৃণমূলে, তালিকায় শিক্ষক নেতা মইদুলও

কলকাতা:  অন্য জেলার বদলির প্রতিবাদে বিকাশ ভবনের সামনে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ যে ঘটনা সারা রাজ্যে সাড়া ফেলে দিয়েছিল৷ সেই পাঁচ শিক্ষিকা এবার তৃণমূলে যোগ দিতে চলেছেন৷ পাশাপাশি শিবির বদলের পথে শিক্ষক নেতা মইদুল ইসলামও৷ এক সময় তাঁর অভিযোগ ছিল, তাঁকে গ্রেফতার করতে পুলিশ পাঠিয়েছে রাজ্য৷ শুধু মইদুলই নন, এই তালিকায় রয়েছেন সেই সকল শিক্ষকরাও যাঁরা কালীঘাটে আদি গঙ্গায় নেমে বুঝে নেওয়ার হুমকি দিয়েছিলেন৷ আগামী রবিবার তাঁরা সকলেই তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছে বলে টিভি৯ সূত্রে খবর৷ 

আরও পড়ুন- কৃষি আইন প্রত্যাহার হতেই টুইটে শুভেচ্ছা বার্তা মমতা-রাহুলের, টুইট করল বামেরাও

গত ২৪ অগাস্ট বিকাশ ভবনের সামনে বিষ খেয়ে আত্মহত্যায় চেষ্টা করেছিলেন পাঁচ শিক্ষিকা৷ যে ছবি দেখে আঁতকে উঠেছিল গোটা রাজ্যের মানুষ৷ দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে বদলি করার অভিযোগে সেদিন বিকাশ ভবনের সামনে প্রতিবাদে সোচ্চার হয়েছিল শিক্ষক ঐক্যমঞ্চ৷ আন্দোলন চলার মাঝেই আচমকা গলায় বিষ ঢালেন পাঁচ শিক্ষিকা৷ এর পর পাঁচ শিক্ষিকাকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়৷ তাঁদের মধ্যে একজনের অবস্থা ছিল আশঙ্কাজনক৷ এই ঘটনার পর অনেকেই বলেছিলেন, বাংলার লজ্জা৷ তৃণমূল সরকারের আমলে বিষ খেয়ে আত্মহত্যা করতে হচ্ছে শিক্ষিকাদের৷ এই ঘটনার রেশ কাটার আগেই এল এই খবর৷ শাসকদলে যোগ দিতে চলেছেন তাঁরা৷ 

শিক্ষক নেতা মইদুল ইসলামের বক্তব্য, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক কাজে খুশি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা ভরসা রেখেই তৃণমূলে যোগদানের সিদ্ধান্ত নিয়েছেন। আগামিদিনে দাবি আদায়ে মুখ্যমন্ত্রীর দেখানো পথে হাঁটতে চান তাঁরা। আগামী রবিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে ডায়মন্ড হারবারে তাঁরা তৃণমূলে যোগ দেবেন বলেও জানান মইদুল৷ যাঁর অর্থ এবার থেকে তৃণমূলের সঙ্গেই থাকবে শিক্ষক ঐক্য মঞ্চ৷  রাজ্যের প্রতিটি জায়গায় তাদের সংগঠন থেকে রবিবার প্রতিনিধিরা ডায়মন্ড হারবারে যাবেন।

যাঁরা একদিন সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছিল, তাঁরাই আজ কী ভাবে তৃণমূলের হাত ধরল? এ বিষয়ে মইদুলের বক্তব্য, ‘‘আন্দোলন যে কোনও সময় করা যায়৷ এটা আমাদের গণতান্ত্রিক অধিকার৷ সরকারের কিছু সিদ্ধান্তের বিরোধিতা আমরা করেছি৷ কিন্তু সরকার যে ভাবে সামাজিক উন্নয়নে জনমুখী প্রকল্প গ্রহণ করেছে, যে ভাবে তার জন্য অর্থ বরাদ্দ হচ্ছে, যে ভাবে মানুষ পরিষেবা পাচ্ছে তাতে আশা রাখি শিক্ষকদের বিষয়টিও দেখা হবে৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − 9 =