বিজেপি’র আক্রমণের ভয়! একেবারে হেলমেট পরে ময়াদানে সিদ্দিকুল্লা

বিজেপি’র আক্রমণের ভয়! একেবারে হেলমেট পরে ময়াদানে সিদ্দিকুল্লা

মন্তেশ্বর: দেখে মনে হবে তিনি যেন মাঠে খেলতে নেমেছেন৷ মাথায় নীল হেলমেট৷ হ্যাঁ, ঠিক এই সাজেই আজ সকাল থেকে মাথায় হেলমেট পড়ে ঘুরছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী৷ বিজেপি’র হামলার হাত থেকে বাঁচতেই তিনি হেলমেট পরেছেন বলে মন্তব্য তাঁর৷ 

আরও পড়ুন- বিজেপি নেতার বাড়ির কার্নিশে মারণ-বোমা! প্রাণ সংশয়ে পরিবার

এর আগে রবীন্দ্রনাথ ঘোষকে দেখা গিয়েছিল এই ভাবে হেলমেট পরে ঘুরতে৷ আজ পঞ্চম দফা নির্বাচনে একই ভাবে দেখা গেল সিদ্দিকুল্লা চৌধুরীকে৷ কী কারণে হেলমেট পরে নামতে হল তাঁকে? সিদ্দিকুল্লা বলেন, আমার কাছে খবর এসেছে বিজেপি তো বটেই, সেই সঙ্গে সিপিএম মিলিতভাবে আমার উপর আক্রমণ করতে পারে৷ ইঁট-পাটকেল ছুঁড়তে পারে৷ লাঠিসোটা নিয়েও হামলা করা হতে পারে৷ তবে এটা ভয় নয়, সাবধানতা, বললেন তৃণমূল প্রার্থী৷ প্রসঙ্গত তৃণমূল প্রথম থেকেই বলে আসছে, ‘খেলা হবে’৷ আজ একেবার  খেলার পোশাক পরেই মাঠে নেমে পড়েছেন তৃণমূল প্রার্থী সিদ্দিকুল্লা চৌধুরী৷ তাঁর কথায়, বিজেপি অন্যন্ত উশৃঙ্খল ও মিথ্যেবাদী৷ তৃণমূলের চারজন কর্মীকে মারা হয়েছে৷ সেই জন্যই এই সতর্কতা৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 15 =