মহিষাদল: কেন্দ্রীয় সরকারে জেড ক্যাটাগরি নিরাপত্তা নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি। কেন্দ্রীয় সরকারকে এক হাত নিয়ে তিনি বলেন, ‘‘কে সৌমেন্দু? উনি তো একজন সামান্য পুরপ্রধান ছিলেন৷ মানুষের পরিষেবার অর্থ দিচ্ছে না অথচ নিজেদের দলের সাধারণ নেতাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে। একজন মন্ত্রী ও রাজনৈতিকবিদ হিসাবে ঘটনার নিন্দা করছি।’’
ঘটনার সূত্রপাত, বৃহস্পতিবার থেকে কেন্দ্রীয় নিরাপত্তা পেয়েছেন শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দু৷ সূত্রের খবর, শুভেন্দুর ছোট ভাই সৌমেন্দুর জন্য বরাদ্দ হয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা৷ এখন থেকে তিনি পাবেন জেড ক্যাটাগরি কেন্দ্রীয় নিরাপত্তা৷ সঙ্গে বুলেটপ্রুফ গাড়ি। তাঁকে ঘিরে থাকবেন ৩০ জন কেন্দ্রীয় জওয়ান থাকবেন। এরপরই এবিষয়ে তীব্র কটাক্ষ করে অখিল গিরির পু্র তথা জেবা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি ফেসবুকে লেখেন, ‘‘বিজেপি করলে একটা জিনিস ফ্রি কেন্দ্রীয় নিরাপত্তা….সব নেতারা নিরাপত্তাহীনতায় ভুগছে৷ আগে জানতাম দেশরক্ষায় সিআরপিএফ, এখন দেখছি চোর রক্ষার সিআরপিএফ৷’’
তারপরই এবিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন অখিলবাবুও৷ তিনি সরাসরি প্রশ্ন তুলেছেন, কিসের ভিত্তিতে সৌমেন্দু অধিকারী কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন? শুধুমাত্র রাজ্যের বিরোধী দলনেতার ভাই হওয়ার জন্যই কি কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন? জবাবও দিয়েছেন অখিলবাবু, ‘‘ভ্যাকসিন ও ঘূর্ণিঝড় যশ ও প্রাকৃতিক বিপর্যয়ের জন্য অর্থের আবেদন জানানো হলেও তা দেওয়া হয় না৷ কিন্তু নিজেদের দলের সাধারন নেতাদের জন্য কোটি কোটি টাকা খরচ করে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হচ্ছে।’’ শুক্রবার মহিষাদলে যুব তৃনমূল কংগ্রেসে রক্তদান শিবিরে উপস্থিত হয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন অখিলবাবু৷ যদিও এবিষয়ে অধিকারী পরিবারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি৷