‘ভদ্রভাবে চলুন, মিথ্যা মামলা করবেন না’, এসপিকে হুঁশিয়ারি শুভেন্দুর

‘ভদ্রভাবে চলুন, মিথ্যা মামলা করবেন না’, এসপিকে হুঁশিয়ারি শুভেন্দুর

 

তমলুক: তাঁর বিরুদ্ধে ঝুলছে খুনের মামলা৷ এবার সেই বিষয়েই একেবারে পুলিশ সুপারের অফিস ঘেরাও করে তাঁকে ভদ্রভাবে চলার পরামর্শ দিলেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷

শুভেন্দুর পরামর্শ, ‘‘চাকরিটা ওরা দেয়নি, তাই চাকরিটা রক্ষা করুন৷ ভদ্রভাবে চলুন৷ নিরপেক্ষতা বজায় রাখুন৷’’ এরপরই হুঁশিয়ারি দিয়েছেন, ‘‘কোনও দিদিমনি, চটিমনি আপনাকে বাঁচাতে পারবে না৷ আপনার আইপিএস পদ মর্যাদা রক্ষা করুন৷ তৃণমূলের কথা শুনতে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনবেন না৷ ’’ মনে করিয়ে দিয়েছেন, ‘‘রাজীব কুমারের মতো অনেক পুলিশ অফিসারকে বিপদে পড়তে হয়েছে তৃণমূলের কথা শুনতে গিয়ে৷ তাই বলছি, মিথ্যে মামলায় ফাঁসাবেন না৷ সংবিধান মেনে চলুন৷’’

ভোট মিটলেও জেলাজুড়ে তৃণমূলের সন্ত্রাস অব্যাহত৷ অন্যদিকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে গ্রেফতার করা হচ্ছে বিজেপি নেতা কর্মীদের৷ এরই প্রতিবাদে এদিন তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে তৃণমূল৷ নেতৃত্বে ছিলেন শুভেন্দু অধিকারী৷ সেখানেই জেলা পুলিশ সুপারকে নরমে গরমে হুঁশিয়ারি দিতে দেখা যায় শুভেন্দুকে৷ কখনও পুলিশ সুপারের উদ্দেশ্যে পরামর্শের সুরে বলেছেন, ‘‘আমার জেলার এই সমস্ত পুলিশ ভাই, বোনেদের খারাপ পথে পরিচালিত করবেন না৷’’ কখনও বা বলেছেন, ‘‘তৃণমূলের কথা শুনতে গিয়ে নিজের বিপদ ডেকে আনবেন না৷’’

জাতীয় মানবাধিকার কমিশনের তরফে ইতিমধ্যে কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যের শাসকদলকে দায়ী করা হয়েছে৷ কমিশনের তরফে হাইকোর্টে তুলে দেওয়া কুখ্যাত দুষ্কৃতীর তালিকায় রয়েছে রাজ্যের একাধিক নেতা, মন্ত্রী এবং পুলিশ অফিসারের নাম৷ ওই প্রসঙ্গ উত্থাপন করে শুভেন্দু বলেন, ‘‘মনে রাখবেন ২২ জুলাই ফের আদালতে উঠবে ওই মামলা৷ আপনারা যদি ভাবেন আপনাদের সঙ্গে রাজ্য সরকার রয়েছে, তাহলে মনে রাখবেন আমাদের সঙ্গেও কিন্তু কেন্দ্রীয় সরকার রয়েছে৷’’

নিজের রক্ষীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় ইতিমধ্যে নাম জড়িয়েছে শুভেন্দুর৷ প্রয়াত রক্ষী শুভব্রত চক্রবর্তীর স্ত্রী শুভেন্দুর বিরুদ্ধে সরাসরি খুনের মামলা এনেছেন৷ তদন্তে নেমেছে সিআইডি৷ তারপরই রবিবার রাতে কাঁথির একটি অনুষ্ঠান থেকে সরাসরি শুভেন্দুর গ্রেফতারির ইঙ্গিত দিয়েছেন রাজ্যের মৎস্যমন্ত্রী তথা জেলার তৃণমূল নেতা অখিল গিরি৷ তারপরই জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে শুভেন্দুর এই কর্মসূচি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *