পুলিশকে দিয়ে হম্বিতম্বি করে কোনও লাভ নেই, ফের হুঙ্কার শুভেন্দুর

পুলিশকে দিয়ে হম্বিতম্বি করে কোনও লাভ নেই, ফের হুঙ্কার শুভেন্দুর

কলকাতা ও কাঁথি: একুশের হটস্পট নন্দীগ্রাম থেকে জয় তাঁকে জুগিয়েছে বাড়তি অক্সিজেন৷ স্বভাবতই, জনতা জনাদর্নের ওপরেই ১৬ আনা ভরসা রেখে কাঁথি শহর থেকে ফের হুঙ্কার দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ পুলিশ এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম না করে ফের একই বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন৷

নন্দীগ্রামের বিধায়কের হুঁশিয়ারি, “গোটাকয়েক চোরকে বেছে বেছে ভাইপো নিয়ে এসেছে। আইসি হলদিয়া, সিআই তমলুক আর আইসি কাঁথি। আর তাদের মাথায় এসপি। আগে টাকা তুলত না কিন্তু এখন দেখুন নন্দকুমারে টাকা তোলে। নাচিন্দা- মারিশদার মাঝখানে টাকা তুলছে, সোনাপেত্যা টোল প্লাজার কাছে টাকা তুলছে। আগে আমি ডেলি যাতায়াত করতাম, দেখে ভয়ে পালাতো। আমার কাছে ছবি, ভিডিও সব আছে।”

এরপরই হুঙ্কার দেন তিনি, ‘‘পুলিশকে দিয়ে যত হম্বিতম্বি করে কোনও লাভ নেই৷ প্রত্যেকটি আমি ডেট টাইম দিয়ে লিখে রাখছি। কিছু করতে পারবে না। গণতন্ত্রের মানুষ সব সময় শেষ কথা বলে। আমি নন্দীগ্রাম ও জঙ্গলমহল করা লোক।’’ চ্যালেঞ্জ ছুঁড়ে ঘোষণা করেছেন, ‘‘বাংলাদেশের দুর্গা প্রতিমার হামলার ঘটনায় ফের ১ ডিসেম্বর কাঁথি শহরের পথে নামব৷ সেদিন সিনেমা দেখাব!’’ দাবি করেছেন, ‘‘কাঁথি শহরের কয়েকটি পাড়াকে বাদ দিয়ে সবকটিতে বিজেপি জিতবে।’’

প্রসঙ্গত,  কলকাতা ও হাওড়া কর্পোরেশনের নির্বাচনের দিন ঘোষণা হলেও জেলার পুরসভাগুলির নির্ভাচন নিয়ে এখনও কোনও দিন ঘোষণা করেনি কমিশন৷ তবে সময় থাকতেই পূর্ব মেদিনীপুরের কাঁথিতে ঘর গোছানোর কাজে শুভেন্দু নেমে পড়ায় আলোচনা শুরু হয়েছে শাসকদলের অন্দরেও৷ ১ ডিসেম্বর সিনেমা দেখাবেন বলতে শুভেন্দু ঠিক কি বোঝাতে চেয়েছেন আপাতত তা নিয়েই চলছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × five =