কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু

কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতি পদ থেকে অপসারিত শুভেন্দু

কাঁথি: সর্বসম্মতিক্রমে  কাঁথি সমবায় ইউনিয়ন সভাপতি পদ থেকে অপসারিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ সোমবার সমবায় সমিতির সভা কক্ষে ইউনিয়নের ডিরেক্টরদের ভোটাভুটিতে নন্দীগ্রামের বিধায়ককে ওই পদ থেকে অপসারিত করা হয়৷ কাঁথি সমবায় ইউনিয়নের সম্পাদক হরিসাধন অধিকারী বলেন, ‘‘সমবায় আইন মেনে ভোটাভুটিতে সভাপতির পদে শুভেন্দু অধিকারী পরাজিত হয়েছেন৷ সমবায় ইউনিয়নের আইন মেনেই আগামী কয়েকদিনের মধ্যে আমরা নতুন সভাপতি নির্বাচিত করব।’’

২০১২ সাল থেকে টানা প্রায় ১০ বছর কাঁথি মহকুমা সমবায় ইউনিয়নের সভাপতি পদে ছিলেন শুভেন্দু অধিকারী। গত ১৯ জুলাই সভাপতি পদ থেকে শুভেন্দুর অপসারণ চেয়ে আনা এনেছিলেন সমবায়ের ১২ জন ডিরেক্টর৷ তারই ভিত্তিতে সোমবার সভাকক্ষে ভোটাভুটির বৈঠক ডাকা হয়৷ সূত্রের খবর, বৈঠকে গরহাজির ছিলেন শুভেন্দু৷ সেখানেই সর্বসম্মতিক্রমে শুভেন্দু অধিকারীকে অপসারণের স্বপক্ষে সকলে ভোট দেন৷

জানা গিয়েছে, কাঁথি মহকুমা ইউনিয়নের অধীনে ৯৫০ টি সমবায় ব্যাংক ও সমিতি রয়েছে। এর মধ্যে কাঁথি মহকুমার ইউনিয়নের পাশাপাশি কন্টাই কো অপারেটিভ ব্যাংক, মুগবেড়িয়া সমবায় ব্যাংক ও  বিদ্যাসাগর ব্যাংকের একাধিক ব্যাংক ও সমিতি রয়েছে। টানা ১০ বছর ধরে এই ইউনিয়নের শেষকথা ছিলেন শুভেন্দু৷ স্বভাবতই পদ খুইয়ে তাঁর রাজনৈতিক ক্ষমতা কতখানি খর্ব হল তা নিয়ে শুরু হয়েছে আলোচনা৷ যদিও এবিষয়ে শুভেন্দুর কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 5 =