শুভেন্দু-রাজীবকে টেক্কা! গাইঘাটায় মমতার ছবি দিয়ে ‘দিদির ভক্ত’দের পোস্টার

শুভেন্দু-রাজীবকে টেক্কা! গাইঘাটায় মমতার ছবি দিয়ে ‘দিদির ভক্ত’দের পোস্টার

নিজস্ব সংবাদদাতা, গাইঘাটা:  তৃণমূলের সঙ্গে দুরত্ব বাড়ার পর শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে দাদার অনুগামীদের পোস্টার পড়েছিল বঙ্গের নানা জেলায়৷ যা খবরের শিরোনামে উঠে আসত রোজই৷ সঙ্গে যোগ হয়েছিল মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের নামও৷ তার ছবি দিয়েও রাজ্যের বিভিন্ন প্রান্তে দাদার অনুগামীর পোস্টার পড়তে দেখা গিয়েছিল৷ তবে এবার  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ গাইঘাটা বাগনা এলাকার পেট্রোলপাম্প সংলগ্ন যশোর রোডের পাশে কয়েকটি ফ্লেক্স লক্ষ্য করা গেল৷ তাতে লেখা আমরা দিদির ভক্ত৷ যা নিয়ে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপান উতোর৷ তৃণমূল বিষয়টি নিয়ে চুপ থাকলেও প্রধান বিরোধী দল বিজেপি রীতিমত সরব৷ 
 

গাইঘাটা বিধানসভার তৃণমূলের কনভেনার নারায়ণ গুহর মতে, এটা কোনও দলীয় নির্দেশ নয়, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে এটা তারাই করে থাকতে পারে৷  একইসঙ্গে তিনি জানান, চারিদিকে কেউ দাদার ভক্ত কেউ কাকার ভক্ত করছে৷ এরই প্রতিবাদে সাধারণ কর্মীরা যারা দিদিকে ভালোবাসে, যারা তৃণমূল কংগ্রেস কে সমর্থন করে তারা এটা করে থাকতে পারে l এটা অত্যুৎসাহী দলীয় নির্দেশ নয় l একইসঙ্গে বিরোধীদের কটাক্ষ প্রসঙ্গে তিনি বলেন পশ্চিমবঙ্গে এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে মানুষ আছে তা গোপালনগরে সভা থেকে বোঝা গেছে l
 

এপ্রসঙ্গে বনগাঁ উত্তরের বিধায়ক তথা বারাসাত বিজেপির সাংগঠনিক জেলার সহ সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা দিদির লোক বলে পোস্টার পড়ছে এটা অনুকরণ করা হচ্ছে l ভালো কিছুর অনুকরণ হলে ভালো লাগতো তাহলে রাজ্যটার এই অবস্থা হতো না l এটা লজ্জার যে আজকে প্রমান করতে হচ্ছে যে আমরা দিদির লোক এ বিষয়ে আমার কিছু বলার নেই l

 এদিকে হাওড়ায় জাতীয় সড়কের পানিয়াড়ায় হাওড়া গ্রামীণ জেলা পুলিশের প্রধান কার্যালয়ের সামনে ২ কিলোমিটার এলাকাজুড়ে লাগানো হয়েছে রাজীব ব্যানার্জির ছবিসহ আমরা দাদার অনুগামী ব্যানার। যার জেরে রাজীবকে নিয়েও বাড়ছে জল্পনা৷ ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সহ ফ্লেক্স- পোস্টার লাগিয়ে পাল্টা দিতে মাঠে নেমে পড়েছেন তৃণমূলের কর্মী- সমর্থকেরা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 7 =