কলকাতা: সবাইকে উদ্বেগে রাখছেন শুভেন্দু, এটাই রাজনীতি! তৃণমূলের বিক্ষুব্ধ নেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ৷ বিধানসভা ভোটকে পাখির চোখ করে মঙ্গলবার বঙ্গ-নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য৷ ওই বৈঠক শেষে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানালেন, কখন কী আন্দোলন হবে, ডিসেম্বর পর্যন্ত একটা কার্যসূচি তৈরি করা হয়েছে৷ একইসঙ্গে রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা শুভেন্দু অধিকারী প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ৷ বলেন, ‘‘উনি (শুভন্দু) পরিষ্কার করে বলুন, কী করবেন! তা হলেই সব মিটে যায়৷ সবাইকে উদ্বেগে রাখাটাই রাজনীতি!
শুভেন্দুর পাশাপাশি আসাদউদ্দিন ওয়েইসির মিম পার্টি নিয়ে একাধিক মন্তব্য করেন দিলীপ৷ বিজেপিকে বাংলার মুসলিম ভোটাররা ভোট দেন না বলেও আপেক্ষ প্রকাশ করেছেন দিলীপ৷ জানান, এখনও মুসলিম ভোটাররা বিজেপিকে ভোট দেননি৷ পশ্চিমবঙ্গে মুসলিম ভোটকে বিজেপি নিয়ন্ত্রণ করে না৷ যদি মুসলিমরা তৃণমূল, সিপিএমকে ভোট না দিয়ে অন্য কাউকে ভোট দেয়, তাহলে ধরে নিতে হবে মুসলিমদের ধোকা দিয়েছে৷ কোনও রাজনৈতিক দল মসুলিম ভোটারদের জন্য কিছুই করেনি বলেও অভিযোগ তুলেছেন দিলীপ৷
আসাউদ্দদিন ওয়াইসির সারা ভারত মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন বা মিম বাংলা বিধানসভা নির্বাচনে লড়াই করবে বলে ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে৷ চলছে তার প্রস্তুতি৷ বেশ কিছু জেলায় বেশ শক্তি বাড়িয়েছে মিম৷ সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ৩২% মুসলিম ভোট, যা ব্যাপকার্থে তৃণমূলের ভোট ব্যাংক বলে চিহ্নত, তাতে মিম ভাগ বসায়, তাহলে পরিস্থিতি আমূল পরিবর্তন ঘটে যেতে পারে৷ আর সেই অপেক্ষায় রয়েছে গেরুয়া শিবির, মত পর্যবেক্ষক মহলের একাংশের৷ মিমের ভোট কৌশল-প্রসঙ্গে দিলীপের বক্তব্য, মিম কী করবে জানি না, তবে মুসলিমরা দীর্ঘদিন যাদের ভোট দিয়েছেন, তারা ধোকা দেওয়ার পর হয়ত বিকল্প খোঁজা চলছে৷ এই কারণেই বিজেপির সংখ্যালঘু মোর্চার সভায় এত ভিড় হচ্ছে বলেও দাবি দিলীপের৷