‘অপরাধবোধে ভুগছেন শুভেন্দু, তাই দীপকদের ভাঙাচ্ছেন’, বেসুরো বিধায়ককে নিয়ে ফিরহাদ

‘অপরাধবোধে ভুগছেন শুভেন্দু, তাই দীপকদের ভাঙাচ্ছেন’, বেসুরো বিধায়ককে নিয়ে ফিরহাদ

কলকাতা: নিজে বিজেপিতে যাওয়ার পর দল ভাঙানোর রাজনীতি করছে শুভেন্দু৷ এমনই কথা বলছে রাজ্যের শাসক শিবির৷ এবার ডায়মণ্ডহারবারের বেসুরো বিধায়ক দীপক হালদারকে নিয়ে মুখ খুললেন ফিরহাদ হাকিম৷ বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় ওকে সব দিয়েছিল৷ তাই শুভেন্দু দল ছেড়ে অপরাধবোধে ভুগছে তাই এখন নিজের দল ভারি করার জন্য দীপকদের ভাঙাচ্ছে৷ নাম না করে এদিন শুভেন্দুকে পাল্টিবাজও বলেন ফিরহাদ৷ বলেন, সবাই ওর মতো পাল্টিবাজ নয়৷ ভাড়া করা সৈন্য দিয়ে যুদ্ধ জয় হয় না বলেও কটাক্ষ করেন ফিরহাদ৷

প্রসঙ্গত, দলের প্রতি বিদ্রোহী হয়ে উঠেছেন ডায়মণ্ডহারবারের বিধায়ক দীপক হালদার৷ তাঁর দাবি ‘‘দলের মধ্যে কাজের পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। দীর্ঘ চার বছর তাকে কোন কাজ করতে দেওয়া হয়নি। তাঁর দুঃখ একটাই, এলাকার মানুষের জন্য কাজ করতে দেওয়া হল না তাকে।’’

৩০ জানুয়ারি বঙ্গে আসছেন অমিত শাহ৷ এদিন শাহের বঙ্গসফরের প্রসঙ্গে মন্ত্রীকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, অমিত শাহ আসতেই পারেন বাংলায়, আমিও তো এখানে ওখানে যাচ্ছি, কই আপনারা তো কিছু বলছেন না, অমিত শাহ গব্বর সিং নাকি? যে ভয় পাবেন৷ আপনারা অমিত শাহকে গব্বর সিং বানিয়ে দিচ্ছেন৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *