শুভেন্দুকে খুনের আশঙ্কা! নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন ‘দাদার অনুগামীরা’

শুভেন্দুকে খুনের আশঙ্কা! নিরাপত্তা চেয়ে রাজ্যপালের দ্বারস্থ হতে পারেন ‘দাদার অনুগামীরা’

নিজস্ব সংবাদদাতা, কাঁথি: বাংলার রাজনীতিতে এখন হট টপিক শুভেন্দু৷ তিনি মন্ত্রিত্ব ছাড়ার সঙ্গে সঙ্গেই ছেড়েছেন জেড ক্যাটাগরির নিরাপত্তা৷ রাজ্যের এ প্রান্ত থেকে ওপ্রান্তে ঘুরে বেড়াচ্ছেন বিশেষ নিরাপত্তা ছাড়াই৷ আর তাতেই খুনের আশঙ্কা বাড়ছে মেদিনীপুরের দোর্দন্ড প্রতাপ নেতা শুভেন্দু অধিকারির৷ মঙ্গলবার সেই আশঙ্কাই সংবাদমাধ্যমের সামনে প্রকাশ করলেন রাজনৈতিক মহলে শুভেন্দু ঘনিষ্ট বলে পরিচিত কনিষ্ক পন্ডা৷ শুভেন্দুকে নিয়ে রীতিমত উদ্বেগে রয়েছেন তিনি৷ এদিন কাঁথিতে সংবাদমাধ্যমকে তিনি বলেন, “শুভেন্দু বাবু ব্যক্তিগতভাবে করেন না করেন, কোথায় যান সেই ব্যাপারটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷ কারণ আমি নিরাপত্তার জন্য বলছি৷ শুভেন্দুকে চক্রব্যূহের মধ্যে ঢোকানোর চেষ্টা চলছে৷ শুভেন্দুর নিরাপত্তার জন্য রাজ্যপালের কাছে যেতে চাই”৷ 

আলোচনার নাম করে চক্রান্ত করা হচ্ছে শুভেন্দুকে নিয়ে, এমনটাও বলেন শুভেন্দু ঘনিষ্ট কনিষ্ক পন্ডা৷ প্রসঙ্গত, সোমবার রাতে কোলাঘাটের অতিথিশালায় গোপন বৈঠক করেন শুভেন্দু অধিকারী। সোমবার কলকাতা থেকে ফেরেন শুভেন্দু অধিকারী। ফিরেই কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের অতিথিশালায় ঢুকে যান প্রাক্তন মন্ত্রী শুভেন্দু। জানা যায়, কয়েকজন বিক্ষুব্ধ তৃণমূল নেতার সঙ্গে বৈঠক করেন তিনি৷ 

এদিন কনিষ্ক পন্ডা স্পষ্টভাবে জানিয়ে দেন, শুভেন্দুর নিরাপত্তার দাবিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে যেতে পারেন শুভেন্দু অনুগামীদের একাংশ। তবে কবে যাবেন তা পরিষ্কার করেননি কনিষ্কবাবু৷ শুভেন্দু অধিকারী এতদিন ব্যক্তিগত নিরাপত্তারক্ষীর পাশাপাশি কনভয়ে টেল কার, পাইলট কার এবং এসকর্ট কার পেতেন শুভেন্দু। তবে মন্ত্রিত্ব ত্যাগের সঙ্গে সেগুলিও তিনি প্রত্যাহার করেন। যার ফলে শুভেন্দুর অনুগামীদের আশঙ্কা এই পরিস্থিতি শুভেন্দুর যা রাজনৈতিক অবস্থান তাতে তার নিরাপত্তা জোরদার হওয়া উচিত৷ না হলে হিতে বিপরীত হলেও হতে পারে৷ 

শুভেন্দুর অনুগামীরা যা আশঙ্কা করছেন তা কী সত্যি হতে পারে? সত্যি সত্যিই বিপদের মেঘ কী ঘনিয়ে রয়েছে শুভেন্দুকে ঘিরে? উদ্বেগে দাদার অনুগামীরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 6 =