ওঁর ‘ভ’ মানে ‘ভোটে হারব’, মমতাকে তীব্র খোঁচা শুভেন্দুর

ওঁর ‘ভ’ মানে ‘ভোটে হারব’, মমতাকে তীব্র খোঁচা শুভেন্দুর

কলকাতা: আর মাত্র ৪ দিন পরেই ভবানীপুরে উপনির্বাচন৷ তার আগে জোড় কদমে প্রচার চালাচ্ছে দুই শিবির৷ আজ মমতা বন্দ্যোপাধ্যায় যখন শেক্সপিয়র সরণিতে জনসভা করছেন, তখন ভবানীপুরে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালের সমর্থনে জনসভা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ বেকারত্ব আর ভাতা ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে চাঁচাছোলা ভাষায় বিঁধলেন তিনি৷  

আরও পড়ুন- ‘ওঁরা ভাবে সব কিছু ম্যানেজ করবে, আমাকে ম্যানেজ করা যায় না’, হুঁশিয়ারি মমতার

এদিন শুভেন্দু বলেন, ‘আপনাকেই চিরকাল মুখ্যমন্ত্রী থাকতে হবে? অন্য কাউকে মুখ্যমন্ত্রী করে জনগণের রায়কে মর্যাদা দিয়ে বাংলা চালাতে পারতেন৷’’ তোপ দেগে শুভেন্দু আরও বলেন, ‘উনি বলছেন ‘ভ’-তে ভবানীপুর, ‘ভ’-তে ভারত মাতা৷ আর একটা ‘ভ’-মনে  ‘আমি ভোটে হারব৷’ শুভেন্দুর কথায়, আপনার ‘ভ’ মানে ভাতা, ভর্তুকি আর ভিক্ষা৷ রাজ্যে চাকরি নেই৷ ২০১৪ সাল থেকে এসএসসি বন্ধ৷ আপার প্রাইমারি কোর্টে ধাক্কা খাচ্ছে৷ ৪২ হাজার প্রাইমারির নথি সিল করা খামে কোর্টে জমা দিতে হয়েছে৷ পরশু দিন পিএসসি’র রেজাল্ট বার করা হয়েছে৷ বাংলার শিক্ষিত বেকার যুবক-যুবতী ভাতা চায় না৷ সকলে চায় তাঁর বাড়ির ছেলে, তাঁর বাড়ির মেয়ে চাকরি করুক৷ আপনি সেটা আপনি দিতে পারেননি৷  

আরও পড়ুন-দায়িত্ব পেয়েই বাড়ল নিরাপত্তা, সুকান্তকে Z ক্যাটাগরি দিল কেন্দ্র

অন্যদিকে মমতার হুঙ্কার, বিজেপি’কে ভয় পেয়েছে কংগ্রেস৷ কিন্তু তৃণমূল কাউকে ভয় পায় না৷ পেট্রোলিয়াম মন্ত্রী এসে বলছেন বিজেপি’কে ভোট দিতে৷ কিন্তু কেন ভোট দেবে? গ্যাসের দাম কত? জ্বালানির দাম কত? সারা দেশে বেকারত্ব বৃদ্ধি পেয়েছে৷ তবে বাংলায় ৪০ শতাংশ বেকারত্ব কম হয়েছে৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =