হলদিয়া: ‘যেমন ঝাড়, তেমন বাঁশ’ , নাম না করে ডায়মণ্ডহারবারের সাংসদকে পাল্টা জবাব শুভেন্দুর! শনিবার কাঁথিতে গিয়ে চাঁচাছোলা ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছিলেন যুব তৃণমূলের সভাপতি ৷ বাবা তুলে করেছিলেন কটাক্ষ৷ অপেক্ষা ছিল তার পাল্টা উত্তরের৷ আজ মেদিনীপুরের মাটি থেকে তাঁর পাল্টা জবাবই দিলেন শুভেন্দু৷ তবে কোনও আক্রমণাত্মক ভঙ্গিতে নয়৷ প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদের শব্দচয়ন নিয়ে৷
বললেন, ‘যেমন ঝাড়, তেমন বাঁশ৷ মেদিনীপুরে দাঁড়িয়ে আদরিণী তুইতাকারি করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রীকে৷ আর কালকে দেখলেন কাঁথির কাছে এসে যেমন ঝাড়, তেমন বাঁশ৷ কী সুন্দর ভাষা৷ আমি ওইসব ভাষা দিয়ে প্রতিবাদ করি না৷’ একইসঙ্গে শুভেন্দুর কথায়, তিনি যদি এই মাটির পুত্র হয়ে থাকেন তাহলে আগামী নির্বাচনে রাজনৈতিকভাবে শিক্ষা তিনি দেবেনই৷
নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণার সময় যত এগিয়ে আসছে ততই ভোট ময়দানে ধার বাড়চ্ছে আক্রমণের। শনিবার ডায়মন্ডহারবার সাংসদের বাবা তুলে আক্রমণের পর পাল্টা বাংলার সংস্কৃতির প্রশ্ন তুলে ফেসবুক পোস্ট করেন শুভেন্দু অধিকারী৷ শুধু তাই নয় এপ্রসঙ্গে টুইট করেন লকেট চট্টোপাধ্যায়ও৷ টেনে আনেন তৃণমূল সুপ্রিমোকেও। অভিষেকের মন্তব্যের ওই অংশের ভিডিও টুইট করে হুগলির সাংসদের মন্তব্য, ‘মুখের ভাষাতেই প্রমাণ পিসির যোগ্য উওরসূরী। বাংলার মানুষ এই সংস্কৃতিকে মানবে না, ছুঁড়ে ফেলে দেবে।’