‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল পরাজিত’, পুরভোটের জয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে টুইটে অভিনন্দন শুভেন্দুর

‘দুর্নীতিগ্রস্ত তৃণমূল পরাজিত’, পুরভোটের জয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে টুইটে অভিনন্দন শুভেন্দুর

কলকাতা: নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠাতা নিয়ে আগরতলা কর্পোরেশন দখল নিয়েছে বিজেপি৷ কড়া টক্কর দিয়ে দ্বিতীয় স্থানে তৃণমূল৷ পুরভোটে বিজেপি’র জয়ের পরেই ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে অভিনন্দন জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। টুইট করে শুভেচ্ছাবার্তা জানালেন তিনি। 

আরও পড়ুন- ‘দলের একটা সিস্টেম আছে, যা খুশি করা যায় না’, পুর ভোটে প্রার্থী তালিকা নিয়ে মন্তব্য দিলীপের

শুভেন্দু লেখেন, ‘আগরতলা কর্পোরেশন, সমস্ত নগর পঞ্চায়েত এবং পুরসভায় বিপুল ভোটে জয়ী হওয়ার জন্য ত্রিপুরা বিজেপি’কে হার্দিক অভিনন্দন। পশ্চিমবঙ্গের দুর্নীতিগ্রস্ত দল তৃণমূলকে পরাজিত করার জন্য ত্রিপুরার মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।’ প্রসঙ্গত, আগরতলা কর্পোরেশনে ৩৬টি ওয়ার্ডে জয়ী হয়েছে বিজেপি৷ দ্বিতীয় স্থানে উঠে এসেছে তৃণমূল৷ দেখা যাচ্ছে বিজেপি’র চেয়ে আগরতলায় বিরোধী ভোট অনেক ওয়ার্ডেই বেশি৷ কিন্ত বিরোধী ভোট বিভাজিত হওয়ায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেল গেরুয়া শিবির৷ অনেকেই মনে করছেন বিরোধী ভোট ভাগ হওয়ার সুফল পেল শাসক দল৷  

এদিকে কুণাল ঘোষ বলেন, ‘‘তৃণমূলকে ভয় পেয়ে এত হামলা, মামলা, ছাপ্পা ভোট এত কিছু করেও বহু ওয়ার্ডে মাত্র ৩০০-৪০০ ভোটের ব্যবধানে জিতেছে বিজেপি৷ পূর্ণাঙ্গ তথ্য পরিসংখ্যান হাতে আসেনি৷ তবে এতকিছুর পর তৃণমূলের এই উত্থানে ২০২৩-এ বিজেপি’র পরাজয় নিশ্চিত৷ ব্যাপক নির্বাচনী সন্ত্রাস না চালালে এবারই পরাজিত হত৷’’ তাঁর অভিযোগ, ‘‘রাজ্য নির্বাচন কমিশন ও পুলিশ দলদাসে পরিণত হয়েছে৷ প্রকাশ্যে ছাপ্পা ভোট হয়েছে৷ বিপুল এলাকায় মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি৷ এর পরেও মানুষ তৃণমূলকে ভোট দিয়েছে৷ আমাদের আত্মবিশ্বাস আরও বাড়ল৷ ত্রিপুরার মানুষকে ধন্যবাদ৷’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *