বঙ্গ ভঙ্গের দাবির মাঝেই পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক, কোন সমীকরণে এগোচ্ছে BJP?

বঙ্গ ভঙ্গের দাবির মাঝেই পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক, কোন সমীকরণে এগোচ্ছে BJP?

কলকাতা: একদিকে উঠেছে বঙ্গ ভঙ্গের দাবি৷ অন্যদিকে রাজ্যে সরকারি ভাবে পশ্চিমবঙ্গ দিবস পালনের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ একই দলের দুই নেতার ভিন্ন অবস্থানে ধোঁয়াশায় বিজেপি’র অবস্থান৷ কী চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব? নাকি আপতত মৌন থেকে জল মাপতে চাইছে গেরুয়া শিবির? 

আরও পড়ুন- পরিচারিকার অর্ধনগ্ন ভিডিও ছড়িয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, পলাতক নেতা

রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবিতে মালা পরিয়ে বিজেপি বিধায়কদের নিয়ে বিধানসভার সামনে যান শুভেন্দু অধিকারী৷ সেখানে তিনি বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় না থাকলে আজ ভারতবর্ষের অংশ হত না বাংলা৷ থাকত ইসলামাবাদের কোনও মুসলিম জায়গা হয়ে৷ কংগ্রেস-বাম থেকে তৃণমূল, তাঁর অবদানকে মান্যতা দেয়নি বাংলার কোনও সরকার৷ ১৯৪৭ সালের ২০ জুন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বেই আনুষ্ঠানিকভাবে ভারতে অংশ হয়ে ওঠে পশ্চিমবঙ্গ৷ তাই তাঁর দাবি, বিধানসভার সকল বিধায়ককে এই দিনটি পালন করতে হবে৷ 

অন্যদিকে, উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্র শাসিত অঞ্চল করার দাবি তুলে শোরগোল ফেলেছেন বিজেপি সাংসদ জন বার্লা৷ সেই দাবির প্রেক্ষিতে মৌন শুভেন্দু অধিকারী৷ যদিও বঙ্গ বিজেপি সভাপতি  অবস্থান স্পষ্ট করে বলেছেন এটা বার্লার ব্যক্তিগত মতামত৷ দলের বিবৃতি নয়৷ বিজেপি বাংলা ভাগকে সমর্থন করে না৷ কিন্তু সরাসরি বার্লার বক্তব্যের বিরোধিতা করেননি কেন্দ্রীয় নেতৃত্বের কাছের মানুষ হয়ে ওঠা শুভেন্দু অধিকারী৷ বরং তিনি বলেছেন, উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত৷ উপেক্ষিত৷ সাংবাদমাধ্যমের সামনে শুভেন্দু বলেন, রাজ্য ভাগ নিয়ে কিছু বলচে চাই না৷ তবে উত্তরবঙ্গ যে বঞ্চিত, সেখান মানুষের যে যন্ত্রণার কথা বার্লা তুলে ধরেছেন তা সত্য৷ আবার বার্লার মন্তব্যের বিরোধিতা করেছেন উত্তরবঙ্গেরই এক বিজেপি সাংসদ রাজু বিস্তার৷ তাঁর কথায়, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার বিষয়ে চিন্তা ভাবনা করার সময় আসেনি৷ তবে তাঁর গলাতেও উঠে এসেছে বঞ্চনার অভিযোগ৷ 

বিধানসভা ভোটে পরাজয়ের পর দলকে  ঐক্যবদ্ধ করতে মরিয়া দলীয় নেতৃত্ব৷ কিন্তু এই সময় আরও বেশি করে স্পষ্ট হয়ে উঠছে বিভেদ৷ এই বিভেদ একান্তই ব্যক্তিগত স্তরে, নাকি এর প্রচ্ছন্নে সুপ্ত অন্য কোনও ইঙ্গিত? এর উত্তর এখনও ধোঁয়াশায়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight − four =