কে কত ভোট পাবে তা ঠিক করেছে জেলাশাসক ও ভাইপো: শুভেন্দু

কে কত ভোট পাবে তা ঠিক করেছে জেলাশাসক ও ভাইপো: শুভেন্দু

373d371a2d1f55ba023608c6d0274fd7

নদিয়া: কলকাতা পুরভোট নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর দাবি, কলকাতা পুরসভায় কোনও ভোটই হয়নি৷ কেন একথা বলছেন, তাঁর ব্যাখ্যাও দিয়েছেন শুভেন্দু৷

তাঁর কথায়, ‘‘এই নির্বাচন নিয়ে আমি কোনও প্রতিক্রিয়া দেব না। তার কারণ, এটাকে ভোট বলে না। ভোটে কি হবে, কে কত ভোট পাবে তা ঠিক করেছে দক্ষিণ ২৪ পরগনা জেলাশাসক আর ভাইপো। তাই ভোট প্রসঙ্গে কিছু জিজ্ঞাসা করার থাকলে এই দুজনকেই জিজ্ঞাসা করুন।’’

বুধবার নদীয়ার হাঁসখালিতে বিজেপির দলীয় কর্মসূচিতে যোগ দিতে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। নদীয়ার হাঁসখালি বিডিও অফিসের কৃষকদের জন্য একাধিক দাবি নিয়ে একটি ডেপুটেশনের কর্মসূচির ডাক দেয় বিজেপি। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সেখানেই রাজ্যের শাসক দলকে তীব্র ভাষায় আক্রমণ করে একথা বলেন শুভেন্দু৷

একই সঙ্গে রাজ্যে বাড়তে থাকা ঋণের বোঝার জন্য রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে শুভেন্দু বলেন, ‘‘রাজ্যে দিনদিন ঋণের বোঝা বেড়ে চলেছে। আগে পাঁচ লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরে থাকত, এখন সেটা বেড়ে ৪০ লক্ষতে দাঁড়িয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর রাজ্যে কোনও সরকারি চাকরি হয়নি।’’ এরপরই কলকাতা পুরভোট সম্পর্কে বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু৷ তাঁর দাবি, ‘‘যে ভোটে ইভিএম মেশিনে ভি ভি প্যাড থাকেনা, যে ভোটে সিসি ক্যামেরা তার কেটে দেওয়া হয় সেটাকে আমি ভোট বলে মানি না।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *