এবার কো-অপারেটিভ থেকেও অপসারিত শুভেন্দু অধিকারী

এবার কো-অপারেটিভ থেকেও অপসারিত শুভেন্দু অধিকারী

 

কাঁথি: আগেই খুইয়েছিলেন কাঁথি সমবায় ইউনিয়নের সভাপতির পদ। এবার কাঁথির কো-অপারেটিভ ব্যাংকের সভাপতি পদ থেকেও অপসারিত হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ আপাতত সমবায়ের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন  ভাইস চেয়ারম্যান চিন্তামনি মণ্ডল৷ তিনি বলেন, ‘‘শীঘ্রই এবিষয়ে বৈঠক ডাকা হবে৷ সেখানে কো-অপারেটিভের চেয়ারম্যান কে হবেন, তা সর্বসম্মতিক্রমে ঠিক হবে৷

মঙ্গলবার বেলা ১২টা নাগাদ কাঁথি শহরের পোস্ট অফিস সংলগ্ন কো-অপারেটিভের অফিসে বৈঠকে বসেছিলেন কো-অপারেটিভের ডিরেক্টররা৷ সেখানেই ভোটাভুটিতে হাজির ছিলেন ১০ জন সদস্য৷ ১০ জনই একযোগে শুভেন্দুর বিরুদ্ধে ভোট দান করেন বলে সূত্রের খবর৷ প্রসঙ্গত, এই কো-অপারেটিভের মোট সদস্য সংখ্যা পনেরো জন৷ এর মধ্যে একজন মারা গিয়েছে৷ বাকি ১৪ জনের মধ্যে শুভেন্দু সহ বাকি চার সদস্য অবশ্য এদিনের বৈঠকে যোগ দেননি৷

কো-অপারেটিভ ব্যাংকের অন্যতম ডিরেক্টর আলেম আলি খান বলেন, ‘‘দীর্ঘ প্রায় চার মাসের বেশি সময় ধরে শুভেন্দু ব্যাংকে আসছেন না৷ ফলে ব্যাংক ঋণ সহ বিভিন্ন কাজ আটকে গিয়েছে৷ গ্রাহকরা সমস্যায় পড়ছিলেন৷ তাই ডিরেক্টর অফ বোর্ডের বৈঠক থেকে ভোটাভুটির মাধ্যমে শুভেন্দুকে অপসারিত করা হল৷’’

রাজ্যে পালা বদলের পর থেকে অর্থাৎ সেই ২০১১ সালের পর থেকে টানা ২০২১ সাল পর্যন্ত দুই মেদিনীপুরের একাধিক সমবায় ইউনিয়ন এবং ব্যাংকের পদে ছিলেন শুভেন্দু৷ সম্প্রতি তাঁর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগে তদন্ত শুরু করেছে রাজ্য৷ তারপরই প্রথমে সমবায় পরে কো-অপারেটিভের পদও খোয়াতে হল শুভেন্দুকে৷  স্বাভাবিকভাবেই নিজের খাসতালুকে শুভেন্দুর এই অপসারণকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে৷ যদিও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দুর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen + 16 =