নিজস্ব সংবাদদাতা, কাঁথি: ৭ জানুয়ারি নন্দীগ্রামে সভা করতে আসছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ ৮ জানুয়ারি তার পাল্টা সভা করবেন শুভেন্দু৷ কাঁথির সভামঞ্চ থেকে আজ সেই ঘোষণাই করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী৷ বললেন, ‘নন্দীগ্রামে ৭ তারিখে আসছেন, কী বলবেন আমি জানি। পাল্টা ৮ তারিখে বিজেপির সভায় সব উত্তর দেব। মমতা সরকারি ক্ষমতা দিয়ে লোক আনবেন, আমার সঙ্গে ভালোবেসে থাকবে মানুষ।’ একইসঙ্গে শুভেন্দুর দাবি, বাংলায় পদ্মফুল ফুটিয়ে তবে ঘুমোতে যাবেন তিনি৷
বৃহস্পতিবার কাঁথিতে রোড শো করে বিজেপির শক্তি প্রদর্শন করেছেন গেরুয়া শিবিরে সদ্য যোগ দেওয়া শুভেন্দু অধিকারী৷ এরপর সভা করে তৃণমূলকে একের পর এক নিশানা শানালেন শুভেন্দু অধিকারী৷ এদিন শুভেন্দুর বক্তব্যে ছত্রে ছত্রে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর ক্ষোভ৷ তিনি বলেন, দিলীপ ঘোষ আর তিনি হাত মিলিয়েছেন, এবার মমতাকে ক্ষমতা থেকে উত্খাত করেই ছাড়বেন তারা৷
এদিন মেদিনীপুরের উন্নয়ন ইস্যুতে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তোলেন শুভেন্দু। বলেন, ‘পূর্ব মেদিনীপুরে বলেছিল মেডিক্যাল কলেজ দেবে, দেয়নি কেন? ভাইপোর ডায়মন্ডহারবার জোড়া মেডিক্যাল কলেজ, জোড়া বিশ্ববিদ্যালয় দিয়েছে।’ একইসঙ্গে ভাইপোকে তোপ দেগে শুভেন্দু বলেন, এবার ক্ষমতায় এলে কিডনিপাচার করবে৷ তাই এই তৃণমূল আর নয়৷
শুভেন্দুর হুঁশিয়ারি, পদ্ম ফুটিয়ে তিনি ঘুমোতে যাবেন। বলেন, ‘তৃণমূলের বিদায় হবে, পদ্ম ফুটিয়ে ঘুমোতে যাব।’ লাল চুল, কানে চুল, তার নাম যুব তৃণমূল।’ বিজেপি নেতার দাবি, তিনি ও দিলীপ ঘোষ মিলে দুই মেদিনীপুরে ৩৫টি আসনেই বিজেপিকে জেতাবেন তারা৷