বিজেপির তাণ্ডব ঠেকাতে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগের নির্দেশ শুভেন্দুর

কাঁথি: ফের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করা হবে৷ সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ২৯ জানুয়ারি কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় কাঁথি। তৃণমূলের নির্দেশ মতো পালটা সভায় রবিবার পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কাঁথিতে যদি আর একবার সভা করে এলাকায় অশান্তি

05677ed3034bfefb48caeec7d74c7fbb

বিজেপির তাণ্ডব ঠেকাতে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগের নির্দেশ শুভেন্দুর

কাঁথি: ফের অশান্তি সৃষ্টি করার চেষ্টা করা হলে নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করা হবে৷ সভা থেকে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ২৯ জানুয়ারি কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর সভাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয় কাঁথি।

তৃণমূলের নির্দেশ মতো পালটা সভায় রবিবার পরিবহন ও পরিবেশ মন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, কাঁথিতে যদি আর একবার সভা করে এলাকায় অশান্তি সৃষ্টির চেষ্টা করা হয়, তাহলে তাঁরাও বসে থাকবেন না। নিউটনের তৃতীয় সূত্র প্রয়োগ করবেন। তাঁর দাবি, জেলার দুটি লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যাঁকে প্রার্থী করবেন, তাঁকেই তাঁরা জেতাবেন। রাজীব গান্ধি, জ্যোতি বসুরা কাঁথিতে জিততে পারেনি বলে মন্তব্য করে অমিত শাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। দাঙ্গাবাজ, খুনি ভারত থেকে হঠানোর ডাক দেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের সভাপতি ও কাঁথির সাংসদ শিশির অধিকারী। সভায় ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সভানেত্রী ও মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মঙ্গলবার কাঁথি যদি অমিত শাহের দখলে চলে যায়, তাহলে রবিবার আবার ফিরে এল অধিকারী পরিবারেরই হাতেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *