নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদনীপুর: শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে যাওয়ার পর একে একে ঘাসফুল ছেড়ে চলে যাচ্ছেন শুভেন্দু ঘনিষ্ঠ অনেকেই৷ দল ছেড়েছেন হলদিয়া উন্নয়ন ব্লকের তৃণমূল সহ সভাপতি ও জেলা পরিষদের সদস্য সোমনাথ ভুঁইঞা। এবার পদত্যাগ করলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভানেত্রী অন্বেষা জানা৷ তাঁর দাবি, শুভেন্দু অধিকারী দল ছাড়ার পর মেদিনীপুরকে নিয়ে নানা কটাক্ষ করেছে৷ মেদিনীপুরকে বিশ্বাসঘাতকের জেলা বলেও কুরুচিপূর্ণ মন্তব্য করছে তারা৷ যার জেরে মেদিনীপুরের মেয়ে হয়ে তিনি আর এই দলের কোনও পদে থাকতে চান না তিনি৷
একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, শুভেন্দু অধিকারীকে দেখেই রাজনীতি করা শিখেছেন তিনি৷ তাই তাঁকে ছাড়া রাজনীতির কথা ভাবা সম্ভব নয়৷ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যকে চিঠি দিয়ে এদিন দল ছাড়ার কথা জানান তিনি। । সাংবাদিকদের প্রশ্নে উত্তরে অন্বেষা দেবী জানিয়েছেন, বিজেপিতে যোগদান করার কথা এখনও কিছু ভাবেননি তিনি৷
একইসঙ্গে দল ছাড়লেন পূর্ব মেদিনীপুর জেলার তৃণমূলের জেলা যুব সহ-সভাপতি রামকৃষ্ণ দাস । ইটা মগরা ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান তিনি শুভেন্দু বাবুর হাত ধরেই ২ জানুয়ারি বিজেপিতে যোগদান করতে চলেছে৷ শুভেন্দু অধিকারী বিজেপিতে যাওয়ার পর থেকেই কার্যত ভাঙন শুরু হয়ে গিয়েছে মেদিনীপুরের তৃণমূলে৷ একুশের আগে এই ভাঙন ঘাসফুল ঠেকাতে পারে কিনা এখন সেটাই দেখার৷