ভোটের আবহে সাধন-কন্যার পোস্টারে ছয়লাপ বসিরহাট, জল্পনা তুঙ্গে

ভোটের আবহে সাধন-কন্যার পোস্টারে ছয়লাপ বসিরহাট, জল্পনা তুঙ্গে

 

নিজস্ব সংবাদদাতা, বসিরহাট: মন্ত্রী কন্যার পোস্টারে পোস্টারে ছেয়ে গেল বসিরহাট৷ ভোটের আবহে যা ঘিরে রাজনৈতিক জল্পনা তুঙ্গে৷ লালপাড় সাদা শাড়িতে হাতজোর করে রয়েছেন ক্রেতা সুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পান্ডে৷ পাশে লেখা সরস্বতী পুজোর শুভেচ্ছা৷ এই পোস্টারেই ছয়লাপ টাকি ও ইটিন্ডা শরৎ বিশ্বাস রোডে একাধিক জায়গা৷ বসিরহাট পৌরসভা চত্বর, ইছামতী ব্রিজ, সীমান্ত রোডের বিভিন্ন ল্যাম্পপোস্টেও অভিনেত্রী ও সমাজসেবী শ্রেয়ার পোস্টার৷ জল্পনা তাহলে কী বসিরহাট দক্ষিণ থেকে তৃণমূলের প্রার্থী হচ্ছেন শ্রেয়া৷ জল্পনা তুঙ্গে৷

তবে অভিনেত্রী শ্রেয়া পান্ডে সমস্ত জল্পনাই উড়িয়ে দিয়েছেন৷ সোমবার দুপুরে বসিরহাট সংগ্রামপুর শতাব্দী প্রাচীন কালী মন্দিরের দীর্ঘক্ষন পুজো দিয়ে সময় কাটান তিনি। এই ব্যাপারে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি বলেন,  ‘আমি এসে দেখলাম, আমার হোয়াটসঅ্যাপ ডিপি থেকে ছবি নিয়ে কেউ শহরের বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছে। আপনারা নির্বাচনের আগে বিষয়টা একটু বেশি করে দেখছেন।’

শ্রেয়াকে সাংবাদিকেরা প্রশ্ন করেন কী চাইলেন পুজো দিয়ে? তাঁর উত্তরে শ্রেয়া বলেন, কিছুই নয়৷ ঈশ্বরের কাছে সবসময় চাইতে হবে কেন? তিনি আরও বলেন, তাকে ঘিরে মানুষের সবসময়ই কৌতুহল৷  যদিও নির্বাচনে লড়াই করার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন শ্রেয়া। তবে এ মাসের শেষের দিকে একটি ‘সুখবর’ দেবেন বলে জানিয়েছেন তিনি। এবার কি তবে দীপেন্দু বিশ্বাসের বদলে বিধানসভায় প্রার্থী হচ্ছেন শ্রেয়া? নতুন মুখ হিসেবে সাধনকন্যার উপরই আস্থা রাখছে ঘাসফুল শিবির? বাড়ছে জল্পনা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =