‘রামের নামে জয়ধ্বনি কি পাকিস্তানে গিয়ে নিতে হবে?’

তমলুক: “আমরা রাজা রামের নামে জয়ধ্বনি দেব, আপনার ক্ষমতা থাকলে আটকান৷” এরপরই তাঁর প্রশ্ন, ভগবান রামের নাম যদি ভারতে না নেওয়া যায় দবে কি পাকিস্তানে গিয়ে নিতে হবে? তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিজেপির সভাপতি অমিত শাহ। সোমবার তমলুকে নরেন্দ্র মোদির পর মঙ্গলবার ঘাটালে অমিত শাহ একই সুরে আক্রমণ করলেন মমতাকে। আগামী রবিবার ষষ্ঠদফায় এই

‘রামের নামে জয়ধ্বনি কি পাকিস্তানে গিয়ে নিতে হবে?’

তমলুক: “আমরা রাজা রামের নামে জয়ধ্বনি দেব, আপনার ক্ষমতা থাকলে আটকান৷” এরপরই তাঁর প্রশ্ন, ভগবান রামের নাম যদি ভারতে না নেওয়া যায় দবে কি পাকিস্তানে গিয়ে নিতে হবে? তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ জানালেন বিজেপির সভাপতি অমিত শাহ।

সোমবার তমলুকে নরেন্দ্র মোদির পর মঙ্গলবার ঘাটালে অমিত শাহ একই সুরে আক্রমণ করলেন মমতাকে। আগামী রবিবার ষষ্ঠদফায় এই দুই কেন্দ্রে ভোটগ্রহণ। ঘাটালের দলীয় প্রার্থী ভারতী ঘোষ জিতছেন বলে জানিয়ে দিয়ে তিনি বলেন এই রাজ্যে পরিবর্তন আসছে। তাঁর কথা, বাংলায় এখন একটাই নাম সেটা হল মোদি। আগামি ২৩ তারিখ দিদি ২৩টি আসনও পাবে না। মোদিই ফের দেশের প্রধানমন্ত্রী হচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 1 =