বাড়ছে লকডাউন, খুলছে দোকান, হকার্স মার্কেট! ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাড়ছে লকডাউন, খুলছে দোকান, হকার্স মার্কেট! ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা: আগামী ৩১ মে পর্যন্ত বাংলায় লকডাউন বর্ধিত করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে এলাকাভিত্তিক বেশকিছু ছাড় দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী৷ কনটেইনমেন্ট জোনকে তিন ভাগে ভাগ করে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

জানিয়েছেন, কনটেইনমেন্ট জোন তিন ভাগে ভাগ করা হবে৷ এ জোন মানে ক্ষতিগ্রস্থ জোন৷ বি মানে বাফার জোন৷ সি মানে ক্লিন জোন৷ মুখ্যমন্ত্রী জানান, বুধবার থেকে বুথ ও ওয়ার্ড ভিত্তিক কনটেইনমেন্ট জোন তৈরি করা হচ্ছে৷ রাজ্যে ৩১ মে পর্যন্ত চললেও বেশ কিছু বিষয়ে ছাড় দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এ জোন ছাড়া বাকি জোনে আগামী ২১ তারিখ থেকে খুলে যাবে সমস্ত বড় দোকান৷ জোড়-বিজোড় নীতিতে খুলবে হকার্স মার্কেট৷ জানিয়েছেন, আগে লকডাউনের মধ্যে এই লকডাউনের পার্থক্য আছে৷ রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড চলবে বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

দিন মুখ্যমন্ত্রী জানান, হকার্স বাজার খুললেও পর্যাপ্ত পরিমাণে স্যানিটাইজ করতে হবে৷ সামাজিক দূরত্ব মেনে চলতে হবে৷ আপাতত রেস্তোরাঁ চালু হচ্ছে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী৷   আগামী ২১ তারিখ থেকে বি জোনে আন্তঃজেলা বাস পরিষেবা চালু হবে বলেও ঘোষণা করেছেন তিনি৷ বি, সি জোনে ২৭ তারিখ থেকে দু’জন যাত্রী নিয়ে আটো চলাচল করতে পারবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তবে, অটো চালানোর আগে পুলিশের সঙ্গে বৈঠক করতে হবে৷ বিউটি পার্লার, সেলুন, খোলার নির্দেশ দেওয়া হলেও নিয়মিত স্যানিটাইজ ও দূরত্ব বিধি মেনে চলতে হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একদিন অন্তর সরকারি ও বেসরকারি অফিস খুলবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ নাইট কারফিউয়ের নামে মানুষের ভোগান্তি ঠিক নয় বলেও কেন্দ্রের বিরুদ্ধে নাম না করে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 − one =