পুরুলিয়া: অভাবের সংসারে বেড়ে ওঠা পুরুলিয়ার মফস্সল থানার রাঘোপুর গ্রামের ছেলে চিন্ময় গাঙ্গুলির৷ বাবা অনাদি গাঙ্গুলি জেরক্সের দোকানের সামান্য কর্মী৷ শত অভাবের মাঝেও বড় করেছেন দুই ছেলেকে৷ সেনাবাহিনীর সিপাই পদ থেকে আজ লেফটেন্যান্ট পদে বহাল তাঁর বড় ছেলে চিন্ময়৷ তাঁর এই সাফল্যে গর্বিত সারা গ্রামের মানুষ৷ অনাদিবাবুর ছোট ছেলে সৌরভ গাঙ্গুলিও সেনাবাহিনীতে প্রশিক্ষণরত৷
ছোট থেকেই পড়াশোনায় ভালো ছিলেন চিন্ময়৷ পুরুলিয়ার নবোদয় বিদ্যালয় থেকে প্রাথমিকের পাঠ শেষ করে পঞ্চম শ্রেণিতে ভর্তি হন পুরুলিয়া চিত্তরঞ্জন স্কুলে৷ মাধ্যমিকে স্টার পেয়ে পাশ করেন চিন্ময়৷ উচ্চমাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ৬৫ শতাংশ নম্বর পান৷ এরপর পুরুলিয়া জেকে কলেজে বিজ্ঞান শাখায় প্রথম বর্ষে পড়তে পড়তেই সেনাবাহিনীর সিপাই পদে পরীক্ষা দেন চিন্ময়৷ পরীক্ষায় পাশ করে ২০১০ সালে যোগ দেন সেনাবাহিনীতে৷ কর্মরত অবস্থায় আর্মি ক্যাডেট কলেজ থেকে স্নাতক ডিগ্রি পান তিনি। ২০১৬ সালে ইউপিএসসি পরিচালিত সেনাবাহিনীর সিলেকশন বোর্ডের পরীক্ষায় উর্ত্তীণ হয়ে লেফটেন্যান্ট পদে যোগ দেন পুরুলিয়ার চিন্ময়৷ দুই ছেলেকে নিয়েই অত্যন্ত গর্বিত তাঁদের মা মুক্তা গাঙ্গুলি৷
চিন্ময় বলেন, ‘‘আমার সাফল্যের পিছনে আমার বাবা, মা আর শিক্ষকদের ভূমিকা অনেকখানি৷ শিক্ষাই সবচেয়ে বড় সম্পদ৷ শত কষ্টের মাঝেও বাবা আমাদের সব প্রয়োজন মিটিয়েছেন৷ আমাদের অভাব বুঝতে দেননি৷ আমরা দুই ভাই-ই দেশের সেবা করব বলে এগিয়ে এসেছি৷ জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে দেশের জন্য লড়ে যাব৷’’ অন্যদিকে অনাদিবাবু বলেন, দেশকে রক্ষা করার জন্য আমার দুই সন্তান যদি শহিদ হয়ে যায়, আমি তাঁদের নিয়ে গর্ব করব৷