বিবাদের মীমাংসা করতে ডাক, প্রতিবেশীকে গুলি করে খুনের অভিযোগ

মালদহ: দত্তপুকুরের বিস্ফোরণ ইস্যু নিয়ে এখন বাংলা উত্তাল। এরই মধ্যে আবার মালদহে গুলি চালানোর ঘটনা ঘটল যেখানে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাতসকালে জেলায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। পুলিশের প্রাথমিক অনুমান, জমি বিবাদের জেরে এই ঘটনা ঘটেছে। এদিকে আবার এলাকায় পুলিশের বিরুদ্ধেই ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় বাসিন্দারা। তাদের ঘিরে বিক্ষোভ দেখানোও হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরেই দুই পরিবারের বিবাদ চলছিল। মঙ্গলবার তা চরমে ওঠে। অভিযোগ, বিষয়টির মীমাংসা করতে বিবাদে জড়ানো বছর তিরিশের ওই ব্যক্তিকে গুলি করে প্রতিবেশীই। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। যদিও যে ব্যক্তি গুলি করেছে, সে পলাতক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এখনও পর্যন্ত তাকে খুঁজে পাওয়া তো দূর, পুলিশ কাউকে গ্রেফতারও করতে পারেনি। তাই এলাকাবাসীরা পুলিশের ওপর ক্ষোভ জাহির করেছে।
জানা গিয়েছে, ঘটনার পর পুলিশ এলাকায় ঢুকতেই তাদের ওপর কার্যত চড়াও হয় এলাকার লোকজন। অকুস্থলে পৌঁছতেও বাধা দেওয়া হয় পুলিশকে। এর জেরে গ্রামে ব্যাপক উত্তেজনা ছড়ায়। তবে আপাতত কোনও উত্তেজনা ছড়ায়নি বলে জানান হয়েছে পুলিশের তরফে। গোটা ঘটনার তদন্ত পুরোদমেই শুরু হয়েছে।