দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বরে গুলি৷ পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। গুলিতে জখম হয়েছেন এক সিভিক ভলান্টিয়ার। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনার রহড়ায় একটি ডাকাতির ঘটনার কিনারা করতে গিয়েছিল পুলিশ। সেই সময় গুলি চালানোর ঘটনা ঘটে৷ এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে বলে সূত্রের খবর। একটি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে৷
শুক্রবার বিকেল নাগাদ এই ঘটনা ঘটে৷ গুলিবদ্ধ ওই সিভিক ভলান্টিয়ারকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে দক্ষিণেশ্বরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গিয়েছে, কয়েকদিন আগে রহড়া থানার অন্তর্গত একটি প্লাস্টিক কারখানায় ৩৫ লক্ষ টাকা ডাকাতি হয়ে। সেই ঘটনার তদন্তেই গিয়েছিল রহড়া থানার পুলিশ৷ তদন্তে নেমে তাঁরা জানতে পারেন, ওই ডাকাত দলটি দক্ষিণেশ্বরের একটি হোটেলে আশ্রয় নিয়েছে। এদিন বিকেলে দক্ষিণেশ্বরের ওই হোটেলে পুলিশ ঢুকেছে বুঝতে পেরেই গুলি চালায় দুষ্কৃতীরা। গুলিতে জখম হন ওই সিভিক ভলান্টিয়ার।
এই দুষ্কৃতীরা কোথাকার, এই রাজ্যেরই নাকি বাইরের থেকে কোনও চক্র কাজ করছে, তা এখনও জানা যায়নি। তবে দক্ষিণেশ্বরের মতো জমজমাট এলাকায় বিকেলবেলা এই ঘটনা রীতি মতো আতঙ্কের সৃষ্টি করেছে। এই ডাকাত দলে আর কেউ ছিল কিনা তাও তদন্ত করে দেখা হচ্ছে। আশাপাশের সমস্ত থানাকে অ্যালার্ট করে দিয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>